দৈনিক আয় ১৫০ টাকা, গ্রামের গরিবি হটাতে স্কুল নির্মাণ ফল বিক্রেতার

দৈনিক আয় ১৫০ টাকা, গ্রামের গরিবি হটাতে স্কুল নির্মাণ ফল বিক্রেতার

বেঙ্গালুরু: কেন্দ্রীয় সরকারের মনোনীত ১১৮ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের মধ্যে উঠে এলেন কর্ণাটকের ম্যাঙ্গালোরের হারেকালা হাজাব্বার নাম৷ ৬৮ বছর বয়স্ক পেশায় ফল বিক্রেতা এই ব্যক্তি এক নজিরবিহীন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছেন৷ শৈশবে নিজে প্রথাগত পড়াশুনো শেখার সুযোগ থেকে বঞ্চিত হলেও পরবর্তীকালে নিজের জীবন দিয়েই বুঝেছেন, প্রত্যেক মানুষের জীবনের পড়াশুনো শেখার প্রয়োজনীয়তা ও গুরুত্ব৷ আর সেই উপলব্ধি থেকে ২০০০ সালে তাঁর নিজের গ্রাম নেওয়াপাদাপুতে যৎসামাণ্য সঞ্চিত অর্থের সাহায্যে একটি মাদ্রাসার ২৮ জন ছাত্রকে নিয়ে একটি বিদ্যালয়ের সূচনা করেন৷

পরবর্তীকালে জনকল্যানকামী কিছু মানুষের সহায়তায় তিনি একটি প্রাথমিক বিদ্যালয় নির্মান করেন৷ এতেই তিনি থেমে রইলেন না৷ এরপর তিনি ওই প্রাথমিক বিদ্যালয়কে ১০ থেকে ১৪ বছর বয়সী পড়ুয়াদের উপযুক্ত করে তোলার জন্য উচ্চ বিদ্যালয়ে উন্নিত করেন৷

দৈনিক ১৫০ টাকা আয় করা ওই ফলওয়ালার কথায়, বিদেশীরা যখন তাঁর কাছে ফল কিনতে এসে দাম জিজ্ঞাসা করত, তিনি ওঁদের ভাষা কিছুই বুঝতে পারতেন না৷ স্বাভাবিক ভাবেই তাঁর মনে লেখাপড়া না জানার জন্য হতাশা তৈরি হয়৷ সেই কারণেই তিনি তাঁর গ্রামের শিশুদের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন৷ নিজের সামাণ্য সঞ্চিত অর্থকে পুঁজি করে সাত পাঁচ না ভেবেই তাই বিদ্যালয় প্রতিষ্ঠার কাজে মনোনিবেশ করেন তিনি৷ আর সেই বিদ্যালয় নির্মাণ ও শিক্ষার বিকাশের জন্য এবার তাঁকেই পদ্মশ্রী পুরস্কারের মনোনীত করেছে কেন্দ্র৷ পুরষ্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + three =