CUCET: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাড়ল আবেদনের সময়

CUCET: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাড়ল আবেদনের সময়

নয়াদিল্লি: করোনা প্যানডেমিকে দীর্ঘ লকডাউনের জেরে সেন্ট্রাল ইউনিভার্সিটি কমন এনট্রান্স টেস্ট (CUCET-2020) এর মাধ্যমে দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হল৷ ৬ জুন পর্যন্ত CUCET-র জন্য আবেদন করা যাবে৷ 

এর আগে ৬ এবং ৭ জুন CUCET পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল৷ কিন্তু করোনা পরিস্থিতিতে তা স্থগিত হয়ে গিয়েছে৷ এখনও পর্যন্ত নতুন করে পরীক্ষার সময়সূচি জানানো হয়নি৷ যে সকল প্রার্থী আন্ডারগ্র্যাজুয়েট, পোস্টগ্র্যাজুয়েট এবং গবেষণার জন্য দেশের ১৪টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যাল ও চারটি স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, তাঁরা অফিসায়াল ওয়েবসাইট cucetexam.in. –এ আবেদন করতে পারবেন৷ এর আগে বলা হয়েছিল, যাঁরা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁদের কাউন্সেলিং শুরু হবে জুলাই মাসে৷ আপাতত সেই  তারিখও স্থগিত করা হয়েছে৷ 

কী ভাবে আবেদন করবেন-
* আবেদনের জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট cucetexam.in.-এ যেতে হবে৷
* এরপর অ্যাপলিকেশন ফর্মের উপর ক্লিক করতে হবে৷
* ‘নিউ রেজিস্ট্রেশন’ –এ ক্লিক করে বিশদ বিবরণ দিতে হবে৷
* তৈরি করা পরিচয়পত্র দিয়ে লগ-ইন করুন৷
* ফর্ম ভরে, ছবি আপলোড করুন৷
* সব শেষে পেমেন্ট করুন৷

আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েট কোর্সের জন্য পরীক্ষার্থীদের ৮০০ টাকা এবং গবেষণার জন্য ১,০০০ টাকা ফি দিতে হবে৷ পরীক্ষায় বসার জন্য প্রতিবন্ধী প্রার্থীদের কোনও টাকা লাগবে না৷ তপশিলী জাতি, উপজাতি প্রার্থীদের আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েট কোর্সের জন্য লাগবে ৩৫০ টাকা৷ এবং রিসার্চ কোর্সের জন্য দিতে হবে ৪৫০ টাকা৷ 

আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েট কোর্সের জন্য দুটি ভাগে পরীক্ষা নেওয়া হবে৷ পার্ট এ-তে থাকবে ভাষা, সাধারণজ্ঞান, ম্যাথামেটিকাল অ্যাপটিটিউট এবং অ্যানালিটিকাল স্কিল৷ থাকবে ২৫টি MCQ৷ পার্ট বি-তে থাকবে ৭৫টি ডোমেন-স্পেসিফিক প্রশ্ন৷ প্রতিটি সঠিক উত্তরে জন্য থাকবে ১ নম্বর৷ ভুল উত্তরের জন্য কাটা হবে .২৫ নম্বর৷ প্রতিটি পেপারের জন্য সময় থাকবে ২ ঘণ্টা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *