এ রাজ্যর সিলেবাসে এবার করোনা ভাইরাস! কাদের পড়তে হবে?

এ রাজ্যর সিলেবাসে এবার করোনা ভাইরাস! কাদের পড়তে হবে?

d7117a39a4d36a7fcdad73a05a4f5ab0

কলকাতা:  করোনার দাপটে স্বাভাবিক ছন্দ হারিয়েছে জীবন থেকে৷ আমরা এখন অভ্যস্ত নিউ নর্ম্যালে৷ করোনার দাপটে গত বছর মার্চ মাস থেকে এ রাজ্যে বন্ধ রয়েছে স্কুল-কলেজ৷ চলতি বছর ফেব্রুয়ারি মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির অফলাইন ক্লাস চালু হলেও, ফের করোনার দাপটে তা বন্ধ হয়৷ শুধু কি তাই! করোনা কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ৷ বহু মানুষ আজ রুজি-রুটি হারিয়ে বেকার৷ এই অতিমারী এবার জায়গা করে নিল পাঠ্যক্রমে৷ চলতি শিক্ষা বর্ষ থেকেই একাদশ শ্রেণির পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে করোনা৷ শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক অংশে কোভিড সংক্রান্ত পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন- স্কুলগুলো সব ‘সুস্থ’ আছে তো? উত্তরের অপেক্ষায় শিক্ষা দফতর

মূলত করোনা ভাইরাস কী, কী ভাবে তা সংক্রমণ ছড়ায়, সে বিষয়ে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে সিলেবাসে৷ চলতি শিক্ষাবর্ষে কেবল একাদশ শ্রেণিতেই ঠাঁই পয়েছে করোনা৷ তবে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমেও নোভেল করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত ভাবে পড়ানো হবে৷ যুক্ত হবে স্বাস্থ্যবিধি সম্পর্কিত প্রোটোকল৷ করোনা ভাইরাস সম্পর্কে সারা বিশ্বের মানুষ ওয়াকিবহাল৷ তবে এবার তা জায়গা পাচ্ছে বাংলার পাঠ্যক্রমে৷ বিস্তারিত ভাবে এই মারন ভাইরাসের কথা উল্লেখ থাকবে এখানে৷ উল্লেখ্য শুধু করোনা নয়, ম্যালেরিয়ার সহ অন্যান্য সংক্রামক রোগ সম্পর্কেও ছাত্রছাত্রীদের পাঠ দেওয়া হবে৷ 

আরও পড়ুন- নেই পিএইচডি, নেই মাস্টার্স: আফগানিস্তানের শিক্ষামন্ত্রীর ভিডিও ভাইরাল

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক শিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ তাঁর কথায়, ‘‘বিদ্যালয় স্তর থেকে করোনাভাইরাস সম্পর্কে বিস্তারিত পাঠ প্রশংসনীয় এবং সাধুবাদযোগ্য। করোনাভাইরাস বিশ্ব থেকে কোনও দিনই  যাবে না। তাই শুরু থেকেই এই ভাইরাস সম্পর্কে ছোটদের বোঝাতে হবে, জানাতে হবে। ছাত্র-ছাত্রীদের মধ্যে এই ভাইরাস সম্পর্কে সচেতনতা গড়ে উঠলে উপকৃত হবে জনগোষ্ঠী৷’’ এই সিদ্ধান্তকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্যও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *