কলকাতা: সব ধরনের কোভিড সুরক্ষা বিধি মেনেই রাজ্যে আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ বিকাশ ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন মুখ্য সচিবের নেতৃত্বে পর্যালোচনা করেই সংশ্লিষ্ট ২৭৪টি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এই বছর মোট পরীক্ষার্থী রয়েছেন ৯২ হাজার ৬৯৫ জন। যার মধ্যে ৩১ হাজার ৫৯৪ জন ভিন রাজ্যের বলে তিনি জানিয়েছেন। আগামীকাল সকাল ৬টা থেকেই বোর্ডের কন্ট্রোল রুম খোলা থাকবে। যার হেল্পলাইন নম্বর ০৩৩-২৩৬৭ ১১৯৯ এবং ২৩৬৭ ১১৪৯। এছাড়া টোল ফ্রি নম্বর ১৮০০-১০২৩-৭৮১ নম্বরে ফোন করেও এই সংক্রান্ত বিষয় জানা যাবে।
এদিকে, রাজ্যের করোনা বিধির জন্য এখনও বন্ধ রয়েছে লোকাল ট্রেন৷ তাই পরীক্ষার্থীরা কী ভাবে সময় মতো কেন্দ্রে পৌঁছবে তা নিয়ে অনেকেই চিন্তায় ছিল৷ এই অবস্থায় আগামীকাল পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতে স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়, সেই আবেদন জানিয়ে রেলকে চিঠি দিয়েছিল রাজ্য৷ তবে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে, আগামীকাল পরীক্ষার্থীরা এ্যাডমিট কার্ড দেখিয়ে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের শহরতলীর বিশেষ ট্রেনে চড়তে পারবেন। প্রসঙ্গত, আগামী ৩০ জুলাই পর্যন্ত রাজ্যে করোনা সংক্রান্ত বিধি নিষেধ জারি থাকার কথা জনানো হয়েছে৷ আগামী ৩০ শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন৷ তবে বাস, ট্যাক্সি চলবে৷ তবে সব ক্ষেত্রেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে হবে৷
আরও পড়ুন- বিধিনিষেধ মেনে পড়শি রাজ্যে খুলছে স্কুল, সেই পথে যেতে নারাজ বাংলা
প্রসঙ্গত, কোভিড পরিস্থিতির কারণে ১১ জুলাইয়ের পরিবর্তে এই পরীক্ষা হতে চলেছে ১৭ জুলাই, আগামীকাল। করোনা আবহে এই প্রথম অফলাইনে কোনও পরীক্ষা নিতে চলেছে রাজ্য সরকার। কারণ এর আগে একাধিক পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল হয়েছিল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। যদিও আগামী সপ্তাহেই দুটি পরীক্ষার ফল প্রকাশ রয়েছে।