কলকাতা: খাস কলকাতার স্কুল শিক্ষকদের একাংশকে জঙ্গি তকমা দিয়ে চিঠি৷ দুর্নীতিসহ একাধিক অভিযোগ তুলে চিঠি৷ জঙ্গি গোষ্ঠী জামাতের মদতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ তুলে শিক্ষকদের নামে এসেছে চিঠি৷ চাঞ্চল্যকর এই চিঠির ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ থানা-পুলিশ করতে গিয়ে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে শিক্ষকদের৷
স্কুল সূত্রে খবর, খিদিরপুর অ্যাকাডেমি স্কুলের প্রধান শিক্ষক-সহ ১৩ শিক্ষকের নামে জঙ্গি তলকা দিয়ে এসেছে চিঠি৷ ওই চিঠিতে ২০১৩ থেকে জঙ্গি কার্যকলাপের অভিযোগ তোলা হয়েছে৷ এই মর্মে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষকদের বাড়িতে চিঠি পাঠানো হয়েছে বলে খবর৷ চিঠির জেরে পুলিশি হেনস্থার অভিযোগও তুলেছেন শিক্ষকদের একাংশ৷ আতঙ্কগ্রস্ত হওয়ায় স্কুলে কার্যতর লাটে উঠেছে পঠনপাঠন৷ গত ১৯ জুলাই ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের শিক্ষকদের৷ চিঠি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ‘Directorate Gen NCC/MS(DV) West Block-IV, RK Puram, New Delhi-110006’ ঠিকানা থেকে এসেছে ওই চিঠি বলে অভিযোগ৷ ওই চিঠিতে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে৷
শিক্ষকদের অভিযোগ, ‘‘চিঠি লেখা রয়েছে, আমি নাকি দেশবিরোধী কার্যকলাপে সঙ্গে যুক্ত৷ আমি আমার গ্রামের বাড়ি খানাকুল থেকে ছেলেদের নিয়ে এসে এখানে বন্দর এলাকায় জামাত জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছি৷ এরকম ধরনের অভিযোগ আমরা আতঙ্কিত৷’’
আরও এক ইংরেজি শিক্ষক বলেন, ‘‘আমার নামের খুবই গম্ভীর অভিযোগ তোলা হয়েছে৷ অভিযোগ করা হয়েছে মারাত্মক৷ কে লিখেছেন, যে আমি নাকি মাননীয়া মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছি৷ আমি নাকি সাম্প্রদায়িক প্রচারে স্কুলে পড়ছি৷ গোটা পরিস্থিতি খারাপ হচ্ছে৷ এরকম চিঠিতে আমরা আতঙ্কিত৷ কারণ আমাদের কাজ শিক্ষাদান করা৷ আমাদের জীবন খুব নিস্তরঙ্গ চলে৷ এই পরিস্থিতি আমাদের থানা-পুলিশ করতে হচ্ছে৷ তদন্তে মাথা ঘামাতে হচ্ছে৷ আমরা মানসিক অবসাদে ভুগছি৷’’