সরকারি স্কুলে কম্পিউটার শিক্ষা, নয়া পদক্ষেপ রাজ্যের

কলকাতা: লক্ষ্য শিক্ষার গুণগত মান বৃদ্ধি৷ তাই পাঠ্যসূচিতে বেশকিছু রদবদল আনতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর৷ নতুন পাঠ্যসূচিতে আবশ্যিক করা হচ্ছে কম্পিউটার এডুকেশন৷ সোমবার এই বিষয়ে বেশ কিছু সুখবর দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ জানান, সরকারি স্কুলে পরিকাঠামোর উন্ননের কাজে হাত দেওয়া হচ্ছে৷ ৬৫০টি স্কুলে কম্পিউটার শিক্ষা ইতোমধ্যে চালু হয়ে গিয়েছে৷ তৃতীয় থেকে দশম শ্রেণির মধ্যে

সরকারি স্কুলে কম্পিউটার শিক্ষা, নয়া পদক্ষেপ রাজ্যের

কলকাতা: লক্ষ্য শিক্ষার গুণগত মান বৃদ্ধি৷ তাই পাঠ্যসূচিতে বেশকিছু রদবদল আনতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর৷ নতুন পাঠ্যসূচিতে আবশ্যিক করা হচ্ছে কম্পিউটার এডুকেশন৷ সোমবার এই বিষয়ে বেশ কিছু সুখবর দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

জানান, সরকারি স্কুলে পরিকাঠামোর উন্ননের কাজে হাত দেওয়া হচ্ছে৷ ৬৫০টি স্কুলে কম্পিউটার শিক্ষা ইতোমধ্যে চালু হয়ে গিয়েছে৷ তৃতীয় থেকে দশম শ্রেণির মধ্যে পরীক্ষামূলকভাবে বেশ কিছু স্কুলে সেই কাজ শুরু হয়েছে৷ বেশকয়েকটি স্কুলে কম্পিউটার শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷ পরে, ধাপে ধাপে সমস্ত স্কুলে তা পৌঁছে দেওয়া হবে বলেও আশাপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী৷

ইতিমধ্যেই কম্পিউটার ক্লাসের সিলেবাস তৈরি করে ফেলেছে তৈরি হয়েছে৷ ফিজিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত করা হচ্ছে কম্পিউটার এডুকেশন৷ অর্থাৎ এবার থেকে বিষয়টির নাম হবে ফিজিক্যাল অ্যান্ড কম্পিউটার এডুকেশন৷ আগামী শিক্ষা থেকেই আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হতে পারে এই ব্যবস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =