কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার হালহকিকত

নয়াদিল্লি: চাকরি প্রার্থীদের জন্য সুখবর, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল(২০১৮)-র আবেদনপত্র দেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে। আগামী পাঁচ এপ্রিল আবেদনপত্র দেওয়ার শেষ তারিখ নির্ধারিত হয়েছে। মূলত লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়ট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্টান্ট, শটিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর-সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য এই পরীক্ষাটি দিতেই হবে। বলাবাহুল্য, সরকার স্বীকৃত যে কোনও বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ

12b69f27114905a09a262926da2f4d95

কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার হালহকিকত

নয়াদিল্লি: চাকরি প্রার্থীদের জন্য সুখবর, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল(২০১৮)-র আবেদনপত্র দেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে। আগামী পাঁচ এপ্রিল আবেদনপত্র দেওয়ার শেষ তারিখ নির্ধারিত হয়েছে। মূলত লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়ট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্টান্ট, শটিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর-সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য এই পরীক্ষাটি দিতেই হবে।

বলাবাহুল্য, সরকার স্বীকৃত যে কোনও বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট পোস্টের নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন। তিনটি স্তরে পরীক্ষা হবে, প্রথম ধাপে থাকবে ইংরেজি, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড ও সাধারণ জ্ঞান। মোট ২০০ নম্বরের পরীক্ষা। বরাদ্দ সময় এক ঘণ্টা। ১ জুলাই থেকে ২৬ জুলাই কম্পিউটার বেসড এই পরীক্ষাটি দেওয়া সম্ভব। পুরোপুরি অবজেকটিভ টাইপের প্রশ্ন থাকবে। প্রত্যেকটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে। দ্বিতীয় ধাপে থাকবে রচনাধর্মী প্রশ্ন। দ্বিতীয় ধাপে মোট ১০০ নম্বরের পরীক্ষা, সেখানে প্রার্থীর লেখার দক্ষতা যাচাই করা হবে। মূলত রচনা, চিঠি, আবেদনপত্র ইত্যাদি এই স্তরে থাকবে। তৃতীয় স্তরে মূলত পরীক্ষার্থীর স্কিল টেস্ট, টাইপিং টেস্ট নেওয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা বিশদে জানতে স্টাফ সিলেকশন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে লগইন করুন। ওয়েবসাইটের ঠিকানা www.ssc.nic.in ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *