কলকাতা: টানা প্রায় ৭ মাস অতিক্রান্ত৷ করোনাকালে এখনও বন্ধ স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান৷ দেশের বিভিন্ন রাজ্যে শর্তসাপেক্ষে স্কুল-কলেজ খুলে গেলেও বাংলা তা ব্যতিক্রম৷ কবে স্কুল খুলবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও কলেজ-বিশ্ববিদ্যালয় চালু করার পক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর থেকেই খুলে যেতে পারে বাংলার সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়৷ কবে থেকে স্কুলে ক্লাস নেওয়া হবে, কীভাবে তা নেওয়া যেতে পারে, আলোচনা শুরু করেছে সরকার৷
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হবে৷ কিন্তু স্কুলে কবে থেকে ক্লাস শুরু হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে৷ যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরকারের তরফে ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি নেওয়া শুরু করা হয়েছে৷ কবে, কীভাবে স্কুল খোলা যায়, তা নিয়ে কালী পুজোর পর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷
স্কুল বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা৷ সামনেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক৷ আগামী বছরে যে পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, তাঁদের এখনও পর্যন্ত ক্লাস শুরু করা যায়নি৷ মাধ্যমিক পরীক্ষার্থীরা মাত্র আড়াই মাস ক্লাস করার সুযোগ পেয়েছে৷ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নভেম্বরে হওয়ার কথা ছিল৷ তা একপ্রকার অনিশ্চিত৷ এই প্রেক্ষাপটে স্কুল কবে থেকে খোলা যায়, তা নিয়ে আলোচনা শুরু করছে সরকার৷ আজ থেকে আলোচনা শুরু করেছে সরকার৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কালী পুজোর পর মুখ্যমন্ত্রীকে জানিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘোষণা করা হবে৷ তবে কলেজে-বিশ্ববিদ্যালয়ে ক্ষেত্রে ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে সরকারের সিদ্ধান্ত কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷