ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজ ভাঙচুর ছাত্রীদের, ঘেরাও অধ্যক্ষ

কলকাতা: ফি বৃদ্ধির প্রতিবাদে হীরালাল কলেজে ভাঙচুর৷ অশিক্ষক কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ৷ প্রতিবাদে অধ্যক্ষকে ঘরে ভাঙচুর ছাত্রীদের৷ দুর্ব্যবহারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু কর্তৃপক্ষের৷ আজ দুপুরে দক্ষিণেশ্বরের হীরালাল কলেজে ছাত্রীদের তাণ্ডবের ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ছাত্রীদের অভিযোগ, নানান অছিলায় তাঁদের থেকে দফায় দফায় ফি নেওয়া হয়৷ গত ত্রৈমাসিকে নির্ধারিত ফি বাড়ানো হয়েছে৷ ১৩০০ টাকা না

ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজ ভাঙচুর ছাত্রীদের, ঘেরাও অধ্যক্ষ

কলকাতা: ফি বৃদ্ধির প্রতিবাদে হীরালাল কলেজে ভাঙচুর৷ অশিক্ষক কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ৷ প্রতিবাদে অধ্যক্ষকে ঘরে ভাঙচুর ছাত্রীদের৷ দুর্ব্যবহারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু কর্তৃপক্ষের৷ আজ দুপুরে দক্ষিণেশ্বরের হীরালাল কলেজে ছাত্রীদের তাণ্ডবের ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

ছাত্রীদের অভিযোগ, নানান অছিলায় তাঁদের থেকে দফায় দফায় ফি নেওয়া হয়৷ গত ত্রৈমাসিকে নির্ধারিত ফি বাড়ানো হয়েছে৷ ১৩০০ টাকা না দিলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলেও অভিযোগ ছাত্রীদের৷ আর তার প্রতিবাদ জানান ছাত্রীরা৷ অভিযোগ, অশিক্ষক কর্মী ছাত্রীদের হেনস্তা করে৷ এর প্রতিবাদে অধ্যক্ষের ঘরে ভাঙচুর চালান ছাত্রীরা৷ আটকে রাখা হয় অধ্যক্ষকে৷

ছাত্রীদের বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহিলা কলেজের অধ্যক্ষ৷ জানিয়েছেন, কোনও ফি বাড়ানো হয়নি৷ প্রসপেক্টাস অনুযায়ী ফি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি৷ ছাত্রীদের হেনস্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ জানিয়েছেন, কলেজের সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 6 =