ব্রেকিং: কবে হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা? রাজ্যের প্রস্তাবে সায় UGC-র

ব্রেকিং: কবে হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা? রাজ্যের প্রস্তাবে সায় UGC-র

fae3f29bb54a56b1d524699d0bfcdb14

 

কলকাতা:  অবশেষে কাটল কলেজ-বিশ্ববিদ্যালয় ফাইনাল সেমিস্টারের পরীক্ষার জট৷ রাজ্যের অবস্থানে সাড়া দিল ইউজিসি, খবর সূত্রের৷ রাজ্যের পাঠানো সূচি অনুযায়ী পরীক্ষায় ছাড়পত্র দিতে চলেছে মঞ্জুরী কমিশন৷ সরকারিভাবে ছাড়পত্র এখনও রাজ্য সরকারের কাছে না পৌঁছালেও, কলেজ-বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা নেওয়ার বিষয়ে অভ্যন্তরীণ প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷

এর আগে রাজ্যের তরফে জানানো হয়েছিল, আগামী ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে৷ ৩১ অক্টোবরের মধ্যে তার ফল প্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল৷ কিন্তু ফাইনাল সেমিস্টারের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে৷ কেননা, সুপ্রিম কোর্টের নির্দেশে ইউজিসির অনুমতি ছাড়া পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করা যাচ্ছিল না৷ সরকারি সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে অক্টোবরের পরীক্ষা নেওয়ার বিষয়ে ইউজিসিকে চিঠির পাঠানো হয়েছিল৷ সূত্রের খবর, আজ ইউজিসির তরফে বৈঠকের পর রাজ্যের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে৷ অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষা ঘিরে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশে যে এতদিন জটিলতা তৈরি হয়েছিল, তার কার্যত সমাপ্ত হল৷ অক্টোবরের মধ্যেই কলেজ ও বিশ্ববিদ্যালয় ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নেওয়ায় আর কোনও বাধা থাকল না৷ সূত্রের খবর, ইউজিসি নির্দেশ এখনও লিখিত হবে না আসায় মৌখিকভাবে সমস্ত উপাচার্যদের ১ থেকে ১৮ তারিখের মধ্যে পরীক্ষা শেষ করার বিষয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে৷

আজ সাংবাদিক বৈঠক থেকে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, রাজ্য চিঠি দিলেও এখনও ইউজিসি কোনও সাড়া দেয়নি৷ আশা করা যাচ্ছে, তারা দু’একদিনের মধ্যেই সাড়া দেবে৷ ইউজিসি সাড়া পেতে বিলম্ব হলেও সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যে পরীক্ষার কথা বলা বলেছে, তার সময়ের দাবি জানিয়ে ইউজিসিকে চিঠি পাঠানো হয়েছে৷ আমরা ইউজিসিকে গত ২ তারিখ চিঠি দিয়েছি৷ আমরা আশা করছি, অক্টোবর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের মধ্যে আলোচনা করে ব্যবস্থা নেবে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন৷ ছাত্রদের মধ্যে অনেকের শঙ্কা দেখা দিয়েছে, আমরা আশা করছি দু-একদিনের মধ্যেই ইউজিসি সাড়া দেবে৷ আমরা যে চিঠি দিয়েছি, তার প্রতিলিপি উপাচার্যদের কাছে পাঠিয়ে দিয়েছি৷ কারণ বহু ছাত্র-ছাত্রী পরীক্ষা কবে হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন৷’’

সরকারি সূত্রে জানা গিয়েছে, গত ২ সেপ্টেম্বর ইউজিসিকে পরীক্ষা নেওয়ার বিষয়ে আবেদন জানানো হয়৷ কিন্তু, রাজ্যের চিঠির পরিপ্রক্ষিতে ইউজিসির তরফে এখনও পরীক্ষা সংক্রান্ত কোনও সাড়া মেলেনি৷ ইউজিসির তরফে কোনও অনুমোদন না আসায় পরীক্ষা সূচি ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি৷ বাড়ি থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও কবে পরীক্ষা হবে? সেই বিষয়ে তৈরি হয়েছিল জটিলতা৷ কলকাতা বিশ্ববিদ্যালয় আগেই সিদ্ধান্ত জানিয়ে ছিল, বাড়ি থেকে  পরীক্ষা নেওয়া হবে৷ স্টেট ইউনিভার্সিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাড়ি থেকে পরীক্ষা নেওয়া হবে৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় একই পথে হেঁটেছে পরীক্ষা সিদ্ধান্ত নিয়েছে৷ তবে, কবে পরীক্ষা হবে, তা নিয়ে জটিলতা তৈরি হয়৷ যেহেতু, ইউজিসির তরফে সাড়া পেতে বিলম্ব হচ্ছিল, ফলে, নির্ঘণ্ট প্রকাশ করা যাচ্ছিল না৷ আর তাতেই চরম ভোগান্তিতে পড়েছিলেন বাংলার কয়েক লক্ষ পরীক্ষার্থী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *