BREAKING: কীভাবে হবে কলেজ-একাদশে ভর্তি প্রক্রিয়া? বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

BREAKING: কীভাবে হবে কলেজ-একাদশে ভর্তি প্রক্রিয়া? বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

 

কলকাতা: পরীক্ষার ১৩৯ দিন পর প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল৷ এই বছর পরীক্ষা দিয়েছিল ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন প্রার্থী৷ মাধ্যমিকের মেধা তালিকায় জেলার জয়জয়কার৷ এ বছরও পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সর্বাধিক৷ এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে অরিত্র পাল৷ পরীক্ষার ফল প্রকাশ করার পর এবার ভর্তি প্রক্রিয়া নিয়ে বড়সড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ একই সঙ্গে অভিভাবকদের মাধ্যমে কীভাবে মার্কশিট পড়ুয়াদের কাছে পাঠানো হবে, তাও ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী৷

একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় নিজের স্কুলের পড়ুয়াদের অগ্রাধিকার মিলবে৷ কলেজে ভর্তি প্রক্রিয়া হবে অনলাইন৷ নিজে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া যাবে না বলেও ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আজ দুপুরে মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেখানে ভর্তি প্রক্রিয়া নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী৷

শিক্ষামন্ত্রী বলেন, ‘‘যারা মাধ্যমিক থেকে একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে, আমরা দেখেছি, ৮০% পড়ুয়া সেই স্কুলে ভর্তি হয়৷ সুতরাং অ্যাডমিট কার্ড দেখিয়ে অভিভাবকরা ছাত্রদের ভর্তি করাবেন সেই স্কুলে৷ আমরা ছাত্র-ছাত্রীদের টেনে আনতে চাই না স্কুলে৷ যাঁরা একই স্কুলে যারা ভর্তি হবে, তারা ১ থেকে ১০ আগস্টের মধ্যে ভর্তি হতে হবে৷ আর যারা ১১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন স্কুলে ভর্তি হবে, তাদের সুযোগ দেওয়া হবে৷ এক্ষেত্রে আবারও বলছি, স্কুলে অভিভাবকদের মাধ্যমেই ভর্তি হবে৷ স্কুল কর্তৃপক্ষ সেভাবেই কাজ শুরু করবে৷’’

কলেজে ভর্তি প্রক্রিয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আমরা সেভাবে এতদিন করেছি, সেটাই হবে৷ অর্থাৎ অনলাইনে৷ তাদের আবেদন পত্র দেওয়া হবে৷ তারা আবেদন পত্র অনলাইনে জমা করাবে৷ সিলেক্ট হলে তাদের ব্যাংকে গিয়ে তথ্য জমা করাতে হবে৷ তার ভিত্তিতে কলেজগুলি তারা ব্যবস্থা গ্রহণ করবে৷ কলেজে গিয়ে যখন প্রথম ক্লাস হবে, তখন নথি দেখাতে হবে৷ সেই সময় তাঁদের প্রমাণ পত্র দেখাতে হবে৷ যদি দেখা যায় বৈধ্য নথির সঙ্গে তথ্য দেওয়ার মধ্যে কোনও গরমিল আছে, তাহলে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷ ১৭ তারিখ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর আমাদের নির্দেশিকা যাবে৷ সেই নির্দেশিকা আগস্ট মাসে আমরা দেব৷ যেভাবে প্রতিবার ভর্তি হয়, তেমন ভাবে আমাদের অ্যাডভাইজারি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া হবে৷’’

মার্কশিট কীভাবে পাবে পড়ুয়ারা? জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ বলেছেন, ‘‘কোন অবস্থায় স্বাস্থ্যবিধি ভাঙ্গা না হয় তা নিশ্চিত করতে হবে৷ ২২ এবং ২৩ জুলাই স্কুলে তা বিতরণ করার ব্যবস্থা করা হবে৷ তারপর অভিভাবকদের হাতে তা তুলে দেওয়া হবে৷ আমরা শিক্ষা দফতরের সচিব ও কমিশনার, স্কুল ও প্রশাসনকে বলব, স্বাস্থ্যবিধি মেনে যাতে এই প্রক্রিয়া করা হয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *