কলেজ পরীক্ষা ব্যবস্থায় আমূল বদল, অনিশ্চিত নতুন শিক্ষাবর্ষ, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলেজ পরীক্ষা ব্যবস্থায় আমূল বদল, অনিশ্চিত নতুন শিক্ষাবর্ষ, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলকাতা: করোনা আবহে বদলে যাচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থা৷ নতুন করে শিক্ষাবর্ষ চালু না হলেও ফাইনাল ইয়ারের পরীক্ষা বাড়ি থেকে নেওয়ার বন্দোবস্ত করতে চলেছে রাজ্য৷ আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠকে সর্বসম্মতিক্রমে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ তবে চূড়ান্ত অনুমোদন দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী দিনে কলেজ সিমেস্টারের পরীক্ষা বাড়ি থেকেই শুরু করার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে৷ তবে নতুন করে কলেজে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, তা নিয়ে রয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা৷

রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আজ দুপুরে উপাচার্য সহ-উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেখানে সর্বসম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কলেজ ও বিশ্ববিদ্যালয় বাড়ি থেকে পরীক্ষা নেওয়া বিষয়টি নিয়ে ভাবনা শুরু করল রাজ্য শিক্ষা দফতর৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাড়ি থেকেই পরীক্ষা কীভাবে নেওয়া যায়, তা নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুধুমাত্র ফাইনাল সিমেস্টারের ৫০% পরীক্ষা নেওয়া যায় কি না তা নিয়ে শুরু হয়েছে চর্চা৷ বাকি ৫০ শতাংশের ক্ষেত্রে আগের সেমিস্টারের পাওয়া গড় নম্বরের ভিত্তিতে তা দেওয়া যায় কি না সে নিয়েও শুরু হয়েছে আলোচনা৷ পরীক্ষা নেওয়া হতে পারে হোম অ্যাসাইনমেন্ট বা অনলাইনের মাধ্যমে৷ তবে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত অনুমোদন বা সরকারি ভাবে কোনও ঘোষণা করেননি শিক্ষামন্ত্রী৷ সমস্ত কলেজ কর্তৃপক্ষের নেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে৷ তারপর এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলেও ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী৷

আজ দুপুরে উপাচার্য সহ-উপাচার্য দের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেখানে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে নতুন করে শিক্ষাবর্ষ নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না৷ ফলে শিক্ষাবর্ষ নতুন করে কবে থেকে শুরু হবে তা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা৷ করোনা পরিস্থিতির মাথায় রেখে ইতিমধ্যেই জুলাই মাস পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এখন নতুন আশঙ্কা তৈরি হয়েছে৷ কবে ফলাফল প্রকাশ হবে, কবে নতুন করে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, তা নিয়েও শুরু হয়েছে চূড়ান্ত উৎকণ্ঠা৷

আজ বৈঠকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ফাইনাল সিমেস্টারের কীভাবে পরীক্ষা নেওয়া যাবে, তা নিয়ে আলোচনা হয়৷ আপাতত হবে সর্বসম্মতিক্রমে ফাইনাল সিমেস্টারের পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নেওয়া হলেও চূড়ান্ত অনুমোদন দেবেন মুখ্যমন্ত্রী৷ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর ফাইনাল সিমেস্টারের ক্ষেত্রে পূর্ববর্তী পরীক্ষা হিসেবে নেওয়া হবে৷ আর বাকি ৫০% ইন্টার্নাল অ্যাসেসমেন্ট বা অনলাইনের মাধ্যমে পরীক্ষা দেওয়ার হবে৷ বাড়ি থেকেই যাতে পরীক্ষা নেওয়া যায় কলেজ-বিশ্ববিদ্যালয়ে,  তা নিয়েই এখন চলছে চর্চা চলছে৷ তবে ফাইনাল সিমেস্টারের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা শুরু হলেও বাকি পরীক্ষাগুলি কবে, কীভাবে নেওয়া হবে, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা রয়েছে৷ ফলে গোটা প্রক্রিয়াটি নিয়ে এখনও বিশবাঁও জলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twelve =