কবে খুলবে কলেজ-বিশ্ববিদ্যালয়? ক্লাস-পরীক্ষা কবে? ঘোষণা শিক্ষামন্ত্রীর

কবে খুলবে কলেজ-বিশ্ববিদ্যালয়? ক্লাস-পরীক্ষা কবে? ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলকাতা: কবে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা ও ক্লাস? উপাচার্যদের সঙ্গে বৈঠক করে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

আজ, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেখানে পরীক্ষার সূচি নিয়ে দীর্ঘ আলোচনা করেন তাঁরা৷ বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, লকডাউন ওঠার এক মাসের মধ্যেই ক্লাস ও পরীক্ষা শুরু হয়ে যাবে৷ রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শুরু হবে ক্লাস৷ নেওয়া হবে সেমেস্টার৷ তবে কীভাবে? স্বাধীনতা দেওয়া হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে৷ 

বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়ে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানিয়েছেন,  ক্লাস শুরু ও পরীক্ষা নিয়ে চিন্তাভাবনা শুরু করার পাশাপাশি পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে সমস্ত সুরক্ষা বিধি মেনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া হবে৷ দূরত্ব বিধি মেনে চলা হতে পারেও জানিয়েছেন তিনি৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনা সতর্কতা হিসাবে ক্যাম্পাস ও হোস্টেলগুলিকে পূর্ণ মাত্রায়  জীবাণুমুক্ত করা হবে৷ তারপর ধাপে ধাপে সুরক্ষা বিধি মেনে নেওয়া হবে ক্লাস, পরীক্ষা৷ লকডাউন বিধি উঠে যাওয়ার এক মাসের মধ্যেই ক্লাস ও পরীক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি৷

কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি খোলার এক মাসের মধ্যে পরীক্ষা হবে৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ফাইনাল সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে৷ তবে, কী পদ্ধতিতে নেওয়া হবে, কত নম্বরের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে? তা ঠিক করবে বিশ্ববিদ্যালয়গুলি৷ অন্যান্য সেমেস্টারগুলির ভবিষ্যৎ কী হবে, তাও ঠিক করবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি৷ ফলে, অন্যান্য সেমেস্টারগুলি কী হবে, তা কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহের একাংশ৷ লকডাউন পরিবর্তী পরিকল্পনা কার্যকর করতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর৷

আজ দুপুরে প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক করেন শিক্ষামন্ত্রী৷ রাজ্যের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে কীভাবে ক্লাস শুরু করা যায়, কীভাবে পরীক্ষা নেওয়া যাতে পারে, আগামী শিক্ষাবর্ষ চালু করা যেতে পারে,  তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ তবে, লকডাউনের জেরে সেই কর্মসূচি এখনই চূড়ান্ত করা যায়নি৷ লকডাউন না উঠলে এই নিয়ে কোনও পরিকল্পনা করা যাচ্ছে না বলেও অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে৷ তবে, আজ বৈঠকে স্থির হয়েছে, ইউজিসির গাইডলাইন অনুযায়ী লকডাউন উঠলেই এক মাসের মধ্যেই যাবতীয় পরীক্ষা ও ক্লাস শুরু করে দেওয়া হবে৷ নতুন শিক্ষাবর্ষ চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও খবর৷

কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষার ক্ষেত্রে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দেওয়ার রেওয়াজ রয়েছে৷ সূত্রের খবর, করোনা পরিস্থিতি বিবেচনা করে দূরত্ব বৃদ্ধি-সহ সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার পাশাপাশি হোম সেন্টারে পরীক্ষা নেওয়া যায় কি না তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ পরীক্ষা কেন্দ্রে দূরত্ব বিধি মাথায় রেখে ধীরে ধীরে বাকি পরীক্ষাগুলি যাতে নেওয়া যায় তার চিন্তা-ভাবনা শুরু হয়েছে বলে সূত্রের খবর৷ এই মুহূর্তে রাজ্যের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ১৯ লক্ষ পড়েছেন৷ তাঁদের ভবিষ্যত কী হবে তা নিয়ে আজ বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী৷

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আমরা সবাই প্রস্তুতি৷ কী প্রক্রিয়ায় পরীক্ষা ও ক্লাস নেওয়া হবে, তার কর্মসূচি নেওয়া হচ্ছে৷ কবে থেকে কলেজ খুলবে তার বিষয়ে পরিকল্পনা চলছে৷ তবে লকডাউন ওঠার এক মাসের মধ্যেই পরীক্ষা ও ক্লাস নেওয়া হবে৷ আশাকরি, লকডাউন কেটে গেলে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি খুলবে৷ ১ মাসের মধ্যেই সমস্ত ব্যবস্থা নেওয়া হবে৷ একাডেমিক সেশন শুরু করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =