কলকাতা: ৭৪ দিনের মাথায় আগামী ২৭ মে প্রকাশিত হতে চলেছে এবারের উচ্চ মাধ্যমিকের ফল৷ সংসদের তরফে ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করতেই ছাত্র ভর্তি প্রক্রিয়ায় হাত লাগাল কলকাতা বিশ্ববিদ্যালয়৷ ছাত্র ভর্তির ক্ষেত্রে তোলাবাজি, হেনস্তার এড়াতে এবার কলেজে ভর্তির পুরো প্রক্রিয়া হবে অনলাইনে৷ সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে গুচ্ছ নির্দেশ জারি করে জানানো হয়েছে, ভর্তির আবেদন থেকে শুরু করে কাউন্সেলিং ও কলেজের ক্লাস শুরু না হওয়া পর্যন্ত গোটা বিষয়টিই অনলাইনে হবে৷ ভর্তির জন্য কোনও ভাবেই কলেজের চৌকাঠে পা রাখার প্রয়োজন হবে না৷ গোটা বিষয়টি অনলাইনে হবে৷ কোথাও কোনও সমস্যা হলে ফোন খোলা থাকবে বলেও জানানো হয়েছে৷
কলকাতা বিশ্ববিদ্যালয়েরর তরফে জানানো হয়েছে, ৬ জুলাই পর্যন্ত চলবে স্নাতকে ভর্তির প্রক্রিয়া৷ ১২ জুন থেকে শুরু করতে হবে কলেজে ভর্তির প্রক্রিয়া৷ ১০ জুনের মধ্যে কলেজে কলেজে মেধাতালিকা প্রকাশিত হবে৷ জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু করতে হবে ক্লাস৷