আরও জটিল কলেজে ভর্তি প্রক্রিয়া! পুরোনো রোগ নিয়ে দুশ্চিন্তায় বহু কলেজ

আরও জটিল কলেজে ভর্তি প্রক্রিয়া! পুরোনো রোগ নিয়ে দুশ্চিন্তায় বহু কলেজ

কলকাতা: গতবছর রোগ ধরা পড়লেও মেলেনি ওষুধ৷ করা হয়নি রোগ নিরাময়৷ অসুখ সেরে ওঠার আগে ফের পুরোনো রোগ ফিরতে চলেছে রাজ্যের কলেজ ভর্তি প্রক্রিয়ায়৷ কেননা, গতবারের মতো এবারও একজন পড়ুয়া যতখুশি কলেজে ভর্তির আবেদন জানাতে পারবেন৷ সুযোগ পেলে ভর্তিও হয়ে যেতে পারবেন৷ অনলাইন ভর্তির এই মারাত্মক সমস্যা গতবারও ছিল৷ এবারও আছে৷ আর তাতেই এবারও আতঙ্কের মধ্যে রয়েছে বহু কলেজ৷

কিন্তু, কেন? গতবার এই পদ্ধতির গেরোয় ব্যাপক সমস্যায় পড়তে হয়েছিল কলেজ কর্তৃপক্ষকে৷ এবার সেই একই সমস্যা আরও বাড়তে বলে শুরু হয়েছে আশঙ্কা৷ আপাতদৃষ্টিতে গোটা পদ্ধতি ছাত্রছাত্রীদের পক্ষে সুবিধাজনক বলে মনে হলেও পরে পাওয়া যাচ্ছে কুফল৷ গতবারের এই পদ্ধতির কারণে কোনও কলেজে বিস্তর সিট খালি, কোথায় আবার জায়গা না পেয়ে ঘুরে বেড়িয়েছেন পড়ুয়ারা৷  

সাধারণত সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির আবেদনের ফি বা ভর্তি ফি খুব বেশি নয়৷ বহু পড়ুয়া বিভিন্ন কলেজে ভর্তি আবেদন জমা করিয়ে থাকেন৷ কিন্তু কতজন পড়ুয়া শেষমেশ ভর্তি হলেন, তা জানা যায় ক্লাস শুরুর সময়৷ কিন্তু এবার সেই ক্লাস কবে শুরু হবে, অনিশ্চিয়তা রয়েছে৷ ফলে  ছাত্রছাত্রীর ভর্তির প্রকৃত হিসেব পেতে কলেজ কর্তৃপক্ষকে বিপাকে পড়তে হতে পারে৷ তাতে আসন ফাঁকা থেকে যাওয়া কিংবা মোট আসনের থেকে বেশি পড়ুয়া ভর্তি হয়ে যাওয়ারও আশঙ্কা থাকছে৷ এমনকি, ভর্তির পর কারা অবেদন বাতিল করছেন, সেই বিষয়টি নিয়েও জটিলতার মুখে পড়তে পারে কলেজ কর্তৃপক্ষ৷

বিজ্ঞানের আসনগুলি ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি৷ কলেজে ভর্তির আগে জয়েন্টের ফল ও ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিং শুরু হয়, তাহলে আসন ফাঁকা হওয়ার সম্ভাবনা কমবে৷ তবে, এবার সমস্যায় পড়বেন একটু কম নম্বর পাওয়া পড়ুয়ারাও কারণ এবার প্রচুর নম্বর উঠেছে৷ নম্বরের ছড়াছড়ি৷ এরপর রাজ্য সরকার ভর্তি প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে কড়াকড়ি করে, তাহলে আসন ফাঁকা থাকলেও কম নম্বর পাওয়া পড়ুয়াদের ভর্তির সুযোগ কম৷

কেননা, জয়েন্টের ফল না প্রকাশ হওয়ায় ওই সমস্ত পড়ুয়াও ভালো নম্বর নিয়ে আসন দক্ষল করে থাকে, এটাই প্রত্যাশা৷ পরে, অন্য কোথায় সুযোগ পেলে আগের আসন ফাঁকা হয়ে যাবে৷ তবে, ওই ফাঁকা আসনে তখন কী হবে? উঠছে প্রশ্ন৷ ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ হয়ে গেলে কোথাও কম নম্বর পাওয়া পড়ুয়ারা ভর্তি হতে পারবেন না বলেও অনেকের আশঙ্কা৷ এর সঙ্গে যোগ রয়েছে অতিমারী৷ ভিন রাজ্যে পড়তে যাওয়ার সুযোগ এবার কম৷ এই ছাত্রছাত্রীদের ভিড় পিছিয়ে পড়া পড়ুয়াদের ভর্তির সম্ভাবনা আরও কমিয়ে দেবে বলে তৈরি হয়েছে আশঙ্কা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + twelve =