সুরাট: কোচিং ক্লাসে আগুন লাগার পর প্রাণ বাঁচানোর তাগিদে তিনতলা থেকে বেশ ঝাঁপ বেশ কয়েকজন পড়ুয়ার৷ ওই বাড়িটিতে একটি কোচিং সেন্টার ছিল৷ সূত্রের খবর এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ সুরাট পুলিশ কমিশনার সতীশকুমার মিশ্র জানিয়েছেন, কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
Surat Police Commissioner Satish Kumar Mishra: At least 15 people have died in the fire. Death toll may rise. #Gujarat https://t.co/ynjJKrhWwn
— ANI (@ANI) May 24, 2019
অত্যন্ত দুঃখজনক ঘটনা। সুরাটের বাড়িতে আগুন লাগার ঘটনা প্রসঙ্গে জানালেন নরেন্দ্র মোদি। তিনি জানান, ওই পরিবারের প্রতি সমবেদনা রইল। আশাকরি আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। গুজরাত সরকার স্থানীয় প্রশাসনকে সমস্ত রকম সাহায্যের জন্য বলা হয়েছে৷ এদিনের এই ঘটনায় গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তদন্তের নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা সাহয্যের আশ্বাসও দিয়েছেন৷