আরও কতদিন বন্ধ থাকবে স্কুল? নবান্নে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

আরও কতদিন বন্ধ থাকবে স্কুল? নবান্নে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: প্রায় ৭ মাস অতিক্রান্ত৷ করোনা রুখতে জারি হয়েছিল লকডাউন৷ লোকাল ট্রেন ও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাকি সমস্ত পরিষেবা আনলক পর্বে চালু হয়ে গিয়েছে৷ শিক্ষা প্রতিষ্ঠান ৭ মাস বন্ধ থাকায় কার্যত লাটে উঠেছে শিক্ষা ব্যবস্থা৷ চরম সমস্যায় পড়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে এবার স্কুল বন্ধের মেয়াদ আরও এক ধাপ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷

আজ নবান্নে সভাঘরে রাজ্যের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে জেলাভিত্তিক রিপোর্ট তুলে ধরতে গিয়ে বাংলায় স্কুল বন্ধের মেয়াদ বৃদ্ধির কথা জানান মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আইসিডিএস সেন্টারগুলিতে যে শিশুরা খেতে যাচ্ছে, তাদের বাড়িতে খাবারটা যেন ঠিকমত পৌঁছে যায়৷ যেটা আমরা দিচ্ছিলাম৷’’ রেশন ও স্বাস্থ্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বাংলায় রেশন ফ্রি৷ এখানে স্বাস্থ্য ক্ষেত্রে কোনও পয়সা লাগে না৷ রেশন ব্যবস্থা যেমন চলছে তেমনি চলবে৷ এরপর স্কুল বন্ধের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘স্কুলগুলি এখন ডিসেম্বর পর্যন্ত ছুটি আছে৷ পরে দেখে নেব৷ আগে পরিস্থিতি দেখি৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত স্কুল ছুটি আছে৷ পরে দেখে নেব৷’’ যদিও চলতি মাসের শেষ পর্যন্ত সরকারি ভাবে স্কুল বন্ধের পূর্বনির্ধারিত সূচি রয়েছে৷ এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কালীপুজোর পর স্কুল খোলা নিয়ে আলোচনা হবে৷

অন্যদিকে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর থেকেই খুলে যেতে পারে বাংলার সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়৷ কবে থেকে স্কুলে ক্লাস নেওয়া হবে, কীভাবে তা নেওয়া যেতে পারে, আলোচনা শুরু করেছে সরকার৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হবে৷ কিন্তু স্কুলে কবে থেকে ক্লাস শুরু হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে৷ যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরকারের তরফে ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি নেওয়া শুরু করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =