UGC-র সিদ্ধান্ত কার্যকর হবে না! পরীক্ষা বিতর্কে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

UGC-র সিদ্ধান্ত কার্যকর হবে না! পরীক্ষা বিতর্কে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

 
কলকাতা: কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা বিতর্কের মাঝে এবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন তিনি৷

কলেজ ও বিশ্ববিদ্যালয় ফাইনাল ইয়ারের পরীক্ষা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক৷ মাঠে নামেছেন রাজ্যপাল৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া বাধ্যমূলক করে দফায়-দফায় বিজ্ঞপ্তি জারি করেছে ইউজিসি, মাবন সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়ে ঘোষণা করা হয়েছে৷ করোনা আহবে কীভাবে হবে পরীক্ষা? সেই বিতর্কে পর্বে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

কয়েকদিন আগে উচ্চ শিক্ষা দফতরের প্রধান সচিব ইউজিসির নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে চিঠি পাঠিয়েছিলেন৷ এবার করোনা পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা যাতে না নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা যায় তা, জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী৷ চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, ইউজিসি যে সিদ্ধান্ত দিয়েছে তা মানা সম্ভব নয়৷ কেন তা কার্যকর করা যাবে না, নিজেদের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ 

চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী, ২৯ এপ্রিল অ্যাডভাইজারি জারি করে ইউজিসি জানিয়েছিল, করোনা পরিস্থিতিতে রাজ্য প্রয়োজন অনুযায়ী পরীক্ষা ব্যবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে৷ সেই বিধি মেনে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হবে৷ কিন্তু তারপর আচমকা ইউজিসির অবস্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷ জানিয়েছেন, দেশে এখন করোনা বাড়ছে৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফে ২৭ জুনের নির্দেশিকা মেনে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের স্বার্থে তা কার্যকর করা যাবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পরীক্ষা বাতিল করে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ সেই কাজ প্রায় শেষ৷ আর এর মাঝেই ইউজিসি নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে পরীক্ষা না নেওয়ার পক্ষে যুক্তি দিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + fifteen =