কলকাতা: করোনা পরিস্থিতি বিবেচনা করে এবার স্কুল বন্ধ রাখার সময়সীমা আরও বেশ খানিকটা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, করোনা পরিস্থিতির মধ্যে স্কুল-কলেজ এখনই খুলবে না। তবে জুলাই মাসে যে সমস্ত পরীক্ষাগুলি নেওয়ার কথা তা নেয়া হবে।
আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। বলেন, “পড়াশোনার ক্ষতি হচ্ছে ছেলে-মেয়েদের। কিন্তু সেটাও আমরা সভ্য সমাজ, শিক্ষা সমাজ, সবাই চিন্তা ভাবনা করে গুরুত্ব দিয়ে ভাবছি। তাদের কোন শূন্যতা না হয় তার সেটা দেখে নিতে হবে। ছাত্রদের স্বার্থে কাজ করতে হবে। ৩০ জুন পর্যন্ত আমরা স্কুল-কলেজ ছুটি দিয়েছি। আমার মনে হচ্ছে, এটা জুলাই মাস হয়ে যাবে। কিন্তু জুলাই মাসে ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘোষণা হয়েছে। কিন্তু স্কুল জুলাই মাসে চলবে না। পরীক্ষাগুলি যেটা আছে সেটা হবে। শিক্ষকরা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। অভিভাবকরা সহযোগিতা করছেন।”
এদিন বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,” বেসরকারি স্কুলের কাছে আমার আবেদন, এই সময়ে স্কুল বন্ধ থাকছে ঠিকই, দয়া করে এখনই ফি বাড়াবেন না দয়া করে। বাড়তি টাকা দিতে লোকের অসুবিধা হবে। এদের হাতে টাকা পয়সা পয়সা নেই।”