BREAKING: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

BREAKING: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

কলকাতা: করোনা আবহে উচ্চমাধ্যমিকের স্থগিত ৩ দিনের পরীক্ষা বাতিল আগেই হয়ে গিয়েছিল৷ উচ্চমাধ্যমিকে পরীক্ষার মূল্যায়ন পর্ব কীভাবে হবে, তার সেই কাজও শেষ৷ এবার ফল প্রকাশের পালা৷ আজ দুপুরে টেলিফোনের মাধ্যমে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জানিয়েছেন অভিনন্দন৷  কীভাবে কখন ফল প্রকাশ হবে? জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷

আজ দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন করেন৷ সেই ফোনের মাধ্যমেই মুখ্যমন্ত্রী আগামী উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের ঘোষণার দিনক্ষণ ঘোষণা করেন৷ তবে, পড়ুয়াদের হাতে মার্কশিট দেওয়া হবে না৷ তা অভিভাবকদের সংগ্রহ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

টেলিফোনে অভিনন্দন জানানোর জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি আগাম অভিনন্দন জানাতে চাই৷ আগামীকাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে৷ ডিটেলস মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দেবে৷ কীভাবে, কখন বেরোবে, আমি এটা নিয়ে কিছু বলতে চাইনা৷ আমার অভিনন্দন রইল সকলের জন্য, যারা ভালো করবেন তাদের জন্যও থাকবে৷ যেহেতু মাধ্যমিক পরীক্ষার সময় হয়েছিল, সব পরীক্ষা হয়েছিল সেই জন্য এবারও মেধাতালিকা বেরোবে সম্ভবত৷ যেটা অন্য বোর্ডে বেরোয়নি৷ আর উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে ১৭ তারিখে৷ সে ক্ষেত্রে তিন-চারটে যেহেতু পরীক্ষা হয়নি, আমি বিস্তারিত বলতে চাইছি না৷ সংসদ জানিয়ে দেবে৷ সকলকে অভিনন্দন রইল৷ আর যাদের রেজাল্ট খারাপ হবে, তারা মন খারাপ করবে না৷ একবারে সব  না পারলে পরবর্তীকালে আবার চেষ্টা করে দেখা  যেতে পারে৷ সকলেই ভালো থেকো৷ সুস্থ থেকো৷ আমার ছাত্র-ছাত্রী বন্ধুদের আমার আগাম অভিনন্দন রইল৷’’

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আগামীকাল ফল প্রকাশ হবে৷ এবং আমরা সকাল দশটার সময় ফল প্রকাশ করব৷ প্রত্যেকবার যেমন হয়, সকাল দশটায় ফল প্রকাশ করব৷ কালকেই বলে দেব, কীভাবে মার্কশিট ও সার্টিফিকেট পাবেন ছাত্রছাত্রীরা৷ করোনা পরিপ্রেক্ষিতে আমরা গাইডলাইন প্রত্যেকটি স্কুলকে দিয়ে দেবো, পরে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে৷ মাধ্যমিকে যেহেতু পুরো পরীক্ষা হয়েছে ফলে, মেধাতালিকা প্রকাশ হবে৷ সকাল দশটার পর থেকে ওয়েবসাইটে জানা যাবে৷ সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফলাফল মিলবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 8 =