Aajbikel

একাদশের বাৎসরিক পরীক্ষা পরিচালনা করবে স্কুলগুলিই, চলে এল বিজ্ঞপ্তি

 | 
school

কলকাতা: এবার থেকে একাদশ শ্রেণির বাৎসরিক পরীক্ষা পরিচালনার সমস্ত দায়ভার বিদ্যালয়গুলির ওপর দেওয়া হয়েছে। এদিন এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন। শিক্ষাবর্ষ ২০২৩-২৪ থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে। 

আজকের বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, একাদশ শ্রেণির বাৎসরিক পরীক্ষা স্কুলগুলির সিলেবাসের ভিত্তিতে হবে। কাউন্সিলের নিয়ম মেনে স্কুলগুলিই এই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে। এছাড়া বলা হয়েছে, স্কুলগুলি নিজেদের মতো করে শিক্ষাবর্ষের মধ্যে লিখিত এবং প্র্যাকটিকাল পরীক্ষার দিন নির্ধারণ করবে। তবে কাউন্সিল লিখিত এবং প্র্যাকটিকাল পরীক্ষার জন্য সাদা খাতা স্কুলগুলিকে দেবে না। এও জানান হয়েছে, স্কুলগুলিকে এই পরীক্ষার খাতা দেখার পর সব মার্কস অনলাইন পোর্টালে নিয়ম মেনে আপলোড করতে হবে। 

প

উল্লেখ্য, কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এই বছর প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে পাশ করেছেন ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন৷ অর্থাৎ, এ বছরের মাধ্যমিকে ফেল করেছে ১ লক্ষের বেশি পরীক্ষার্থী। ইতিমধ্যেই রাজ্যের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শুরু হয়ে গিয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া৷ কলকাতা ও জেলার বেশ কিছু স্কুলে শুক্রবার থেকেই ফর্ম দেওয়া হয়েছে। কোনও কোনও স্কুল আবার মেধার ভিত্তিতে নিজেদের ছাত্র-ছাত্রীদের সরাসরি ভর্তি করা শুরু করে দিয়েছে। তবে হিন্দু, হেয়ার, বেথুনের মত কয়েকটি সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়া এখনও শুরু হয়নি৷ 

Around The Web

Trending News

You May like