বই ছাড়াই চলছে একাদশ-দ্বাদশের ক্লাস! ভরসা PDF

কলকাতা: বিভিন্ন সময় রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে৷ নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হয়েছে গোটা রাজ্য৷ রাজ্যকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। তা বলে পঠন পাঠনের এ হাল৷…

কলকাতা: বিভিন্ন সময় রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে৷ নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হয়েছে গোটা রাজ্য৷ রাজ্যকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। তা বলে পঠন পাঠনের এ হাল৷ বই ছাড়াই কিনা চলছে স্কুল!একাদশ-দ্বাদশ শ্রেণির মতো গুরুত্বপূর্ণ ক্লাসে সিলেবাস নিয়ে এত অবহেলা কেন? প্রশ্ন তুলেছে শিক্ষা মহল৷ ক্লাস শুরু হয়ে গেলেও, বেশ কয়েকটি জেলায় এখনও পৌঁছয়নি একাদশ-দ্বাদশের পাঠ্যবই। পিডিএফ ফাইল সঙ্গে নিয়েই চলছে পড়াশোনা। শহরে এই ব্যবস্থা কিছুটা পরিস্থিতি সামাল দিলেও, গ্রামাঞ্চলে আদৌ কি পিডিএফ থেকে পড়ানো সম্ভব?

 

নতুন শিক্ষাবর্ষে একাধিক পরিবর্তন আনা হয়েছে৷ চালু হয়েছে সেমেস্টার সিস্টেম৷ ফলে সিলেবাসেও বদল এসেছে৷ ছাপানো হচ্ছে নতুন বই৷ সরস্বতী প্রেসে চলছে বই ছাপানোর কাজ৷ তবে ভোটের জন্যে বই ছাপার কাজ কিছুটা পিছিয়ে গিয়েছে বলেই খবর। সেই কারণেই অনেক জেলাতেই বই পৌঁছয়নি। তবে পঠন পাঠনে যাতে অসুবিধা না হয়, সে জন্যে শিক্ষক-শিক্ষিকাদের কাছে সিলেবাসের পিডিএফ ফাইল পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *