প্রথম থেকে অষ্টম শ্রেণীর স্কুল কবে? ইঙ্গিত শিক্ষা দফতরেক বিজ্ঞপ্তিতে

প্রথম থেকে অষ্টম শ্রেণীর স্কুল কবে? ইঙ্গিত শিক্ষা দফতরেক বিজ্ঞপ্তিতে

কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে দুর্গাপুজোর পর থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল৷ কিন্তু কবে থেকে স্কুলে যেতে পারবে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা? এই প্রশ্নই ঘোরাফেরা করছে অভিভাবকদের মনে৷ কারণ নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার পরেই মনে করা হচ্ছিল ধাপে ধাপে নীচু ক্লাসের জন্যেও খুলে দেওয়া হবে স্কুলের দরজা৷ কিন্তু তেমনটা এখনও হয়নি৷ আর এরই মধ্যে সারা বিশ্বজুড়ে মাথাচাড়া দিয়েছে ওমিক্রমন ত্রাস৷ আমাদের রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত হয়েছিল ৭ বছরের এক শিশু৷ যদিও দ্রুত সুস্থ হয়ে যায় সে৷ কিন্তু এই আবহে বাকি ক্লাসের জন্য স্কুল খোলা হবে কিনা, তা সত্যিই বড় প্রশ্ন৷ 

আরও পড়ুন- ফের উজ্জ্বল বাংলা, দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় শীর্ষে রাজ্য

প্রসঙ্গত, এর আগে একটি বিজ্ঞপ্তি জারি করে মিড ডে মিল নিয়ে খোঁজ করা হয়েছিল৷ অভিভাবকদের হাতে মিড ডে মিল তুলে দেওয়ার কথাও বলা হয়৷ এবার প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য স্কুল খোলা নিয়ে ইঙ্গিত দিল বিকাশ ভবন৷ সোমবার অভিভাবকদের হাতে বই তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হল।  প্রসঙ্গত, এই মুহূর্তে স্কুল যদি খোলার নির্দেশ দেওয়া হত তাহলে পড়ুয়াদের মিড ডে মিলের সামগ্রী বা বই অভিভাবকদের হাতে তুলে দেওয়ার প্রয়োজন হত না। আপাতত স্কুল খোলার নির্দেশ দেওয়া হচ্ছে না বলেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে ধারণা৷ যদিও সরকারের তরফে ক্লাস চালু বা বন্ধ রাখার বিষয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা জারি করা হয়নি৷

 
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর থেকে  নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুলে দেওয়া হয়েছে৷ করোনার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ পাশাপাশি মনে করা হয়েছিল পরিস্থিতি এই রকম নিয়ন্ত্রণে থাকলে  পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর স্কুলও জানুয়ারি মান থেকে খুলে যেতে পারে৷ তবে স্কুল না খুললেও  জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষের শুরুতে  বর্তমান ক্লাসের পাশাপাশি আগের দুটি ক্লাসের পড়াও পড়তে হবে পড়ুয়াদের। এমনই সিদ্ধান্ত নিয়েছে  স্কুল শিক্ষা দফতর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =