মে মাসে হচ্ছে না ICSE পরীক্ষা, করোনার কারণে পরীক্ষা এখন ঐচ্ছিক!

মে মাসে হচ্ছে না ICSE পরীক্ষা, করোনার কারণে পরীক্ষা এখন ঐচ্ছিক!

নয়াদিল্লি: করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠার জেরে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ২০২১ সালের দশম শ্রেণির সিবিএসসি বোর্ড পরীক্ষা৷ স্থগিত করা হয়েছে দ্বাদশ শ্রেণির পরিক্ষাও৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ আগামী ১ জুন পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি৷ এবার পরীক্ষা বাতিল হল ICSE বোর্ডের। এমনকি, পরীক্ষা নাও দিতেন পড়ুয়ারা, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নিয়ে ইতিমধ্যেই টুইট করে জানান হয়েছে, ‘ক্লাস ১২-র পরীক্ষা (অফলাইন) পরিবর্ত তারিখে অনুষ্ঠিত হবে, পরীক্ষার জন্য উপস্থিত হওয়া ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঐচ্ছিক। ১০ ম শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন না, তাদের ফলাফলের জন্য সিআইএসসিই একটি বিশেষ রেজাল্ট গঠন করবে’। প্রসঙ্গত, দেশের বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে কী ভাবে বোর্ড পরীক্ষা হবে, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন পোখরিয়াল৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব ও শিক্ষা দফতরের অন্যান্য আধিকারিকরাও৷ এই বৈঠকের পর পোখরিয়াল জানান, পড়ুয়াদের সুস্থতার উপরেই সবথেকে বেশি জোড় দিতে চান প্রাধনমন্ত্রী৷ তাদের কথা ভেবেই বাতিল করা হচ্ছে দশমের বোর্ড পরীক্ষা৷  দশম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে ক্লাস অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করেই রেজাল্ট ঘোষণা করা হবে৷  যে ভাবে আগের বছর করা হয়েছিল৷ তবে এবার নয়া গাইডলাইন তৈরি করে দেবে শিক্ষা মন্ত্রক৷

 

আরও বলা হয়েছে, যদি কোনও পড়ুয়া তাঁর নম্বর নিয়ে সন্তুষ্ট না হয়, তাহলে তাকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে৷ তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর৷ তবে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে৷কিন্তু করোনা পরিস্থিতির জেরে আপাতত সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ICSE বোর্ডেও তাদের সিদ্ধান্ত জানিয়ে দিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 8 =