উঠে যাচ্ছে চক-ডাস্টার প্রথা, শিক্ষা প্রতিষ্ঠানে আসছে নয়া ব্যবস্থা

শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠে যাচ্ছে চক-ডাস্টার প্রথা৷ বদলে আসছে ডিজিটাল বোর্ড৷ দেশের প্রায় সব কলেজে এই ব্যবস্থা চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে৷

কলকাতা: শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠে যাচ্ছে চক-ডাস্টার প্রথা৷ বদলে আসছে ডিজিটাল বোর্ড৷ দেশের প্রায় সব কলেজে এই ব্যবস্থা চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে৷

‘রুসা’ প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্র৷ প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গোটা দেশে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল বোর্ড বসানো হবে৷ চক-ডাস্টার তুলে নয়া প্রযুক্তি আনা হবে বলেও নেওয়া হয়েছে সিদ্ধান্ত৷ কেন্দ্রের যুক্তি, নয়া ব্যবস্থা পঠনপাঠনের ক্ষেত্রে পড়ুয়াদের মনে প্রভাব ফেলবে৷

এই মুহূর্তে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা খাতায় কলেমে চালু থাকলেও তা বাস্তবে কাজে লাগানো হচ্ছে না৷ কিন্তু, চলতি ব্যবস্থা পুরোপুরি কাজে লাগানো না হলেও সমস্ত ক্লাসরুমে উন্নতমানের প্রজেক্টর থেকে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবস্থা আদৌ কাজে লাগানো যায় কি না, তা নিয়ে রয়েছে যথেষ্ট ধোঁয়াশা৷ কেননা, ঢাকঢোল পিটিয়ে ই-ক্লাসরুম চালু হলেও পরিকাঠামোর অভাবে তা বাস্তবে কাজে লাগাতে পারছেন না পড়ুয়ারা৷ এখন চক-ডাস্টার প্রথা তুলে ডিজিটাল বোর্ড ব্যবস্থা কতটা কার্যকর হয়, সেদিকে তাকিয়ে পড়ুয়াদের একাংশ৷

তবে, কেন্দ্রের যুক্তি, ক্লাসে পড়ুয়াদের ই-কন্টেন্টের সুবিধা দিতে এই ডিজিটাল বোর্ড ব্যবস্থা করা হবে৷ ফলে, শিক্ষাদানের পদ্ধতিও বদলে যাবে বলে মনে করছে কেন্দ্র৷ প্যাব ঠিক করেছে, কলেজ বা বিশ্ববিদ্যালয় রুসা ১.০ ও ২.০ প্রকল্পের অধীনে পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক অনুদান দেওয়া হবে এই ডিজিটাল বোর্ড বসানো জন্য৷ আর তাতেই বাড়বে পঠনপাঠানের উৎকর্ষতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *