স্কুল-কলেজে বর্ধিত ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর, ছুটি বাড়াল আরও ১৫ দিন

স্কুল-কলেজে বর্ধিত ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর, ছুটি বাড়াল আরও ১৫ দিন

 

কলকাতা: করোনা আক্রান্ত গোটা বিশ্ব৷ করোনাকে ‘মহামারী’ বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ মুখ থুবড়ে পড়েছে শেয়ারবাজার৷ করোনা রুখতে ইতিমধ্যেই একগুচ্ছ বিধি-নিষেধ জারি করেছে কেন্দ্র-রাজ্য৷ নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা৷ আর বিশেষ ব্যবস্থা হিসেবে সপ্তম রাজ্য হিসাবে বাংলায় স্কুল ছুটির ঘোষণা করেছে নবান্ন৷ এবার সেই ছুটির সময়সীমা আরও বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আগেই রাজ্যের তরফে ছুটি ঘোষণা করেছিল রাজ্য৷ তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে৷ আজ সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ বন্ধের ঘোষণা গত শনিবার ঘোষণা করা হয়েছিল৷ শনিবার রাজ্যের তরফে ৩১ মার্চ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকার ঘোষণা করা হয়৷ কিন্তু, পরিস্থিতি বিবেচনা করে সেই ছুটির সময় সীমা আরও বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর বর্ধিত ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে আইসিডিএস কেন্দ্রগুলিও ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করা করেছেন মুখ্যমন্ত্রী৷ আইসিডিএস কেন্দ্রগুলি বন্ধ থাকায় মা ও শিশুর জন্য ২ কেজি চাল দেওয়ারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি৷ জানিয়ে দেন, করোনা সংক্রমণ গোটা বিশ্বে যে হারে বেড়েছে তার পরিসংখ্যান দেখে রাজ্য সরকার আগাম পদক্ষেপ নিচ্ছে৷ যাতে এই মহামারী মোকাবিলা করা যায়৷ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান আগামী, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে৷ আইসিডিএস কেন্দ্রগুলি বন্ধ রাখা হবে৷ আইসিডিএস বন্ধ থাকার জন্য বিনামূল্যে চাল বিলি করবে রাজ্য সরকার৷ ‌করোনা রুখতে ২০০ কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ করোনা মোকাবিলা যারা কাজ করবেন, তাদের জন্য ১০ লক্ষ লোকের জন্য ৫ লক্ষ টাকার বিমা ঘোষণা করেছেন তিনি৷ একইসঙ্গে সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা করেছেন মমতা৷ রিয়েলিটি শোয়ের শুটিং বন্ধ রাখার আর্জি জানিয়েছেন তিনি৷ শপিংমল ও  চা বাগানগুলিতেও করোনা সচেতনতার দিকে জোর দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =