Major Changes
নয়াদিল্লি: নয়া শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাঠক্রম করতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর তা নিয়ে বড় ঘোষণা ইতিমধ্যেই করে দেওয়া হল। জানানো হয়েছে, এবার থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে বছরে দু’বার। অন্যদিকে, পাঠ্যক্রমে দুটি ভাষা রাখার কথাও উল্লেখ করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি নতুন পাঠক্রম প্রকাশ করা হবে। (Major Changes)
জাতীয় শিক্ষানীতির অংশ হিসেবে পাঠ্যক্রমে যে আমূল পরিবর্তন আসবে তার আভাস আগেই দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রেক্ষিতেই একাদশ ও দ্বাদশ শ্রেণি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পাঠক্রম এবং পরীক্ষা সংক্রান্ত বড়সড় ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তারা জানিয়েছে, যে দুটি ভাষা থাকার কথা বলা হয়েছে তাতে একটি অবশ্যই ভারতীয় হতে হবে। যদিও নির্দিষ্ট করে কোনও ভারতীয় ভাষার কথা বলা হয়নি। তাই অনুমান, পড়ুয়ারা নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনও আঞ্চলিক ভাষাও পড়তে পারে। অন্যদিকে বোর্ড পরীক্ষা বছরে দু’বার করার সিদ্ধান্ত ফলাফলের মান বাড়াবে বলে দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে।
যদিও এই নয়া শিক্ষানীতি নিয়ে এখনও বিতর্ক অব্যাহত। ইতিমধ্যেই স্কুল পাঠক্রম থেকে গণতন্ত্র সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ দেওয়া নিয়ে হইচই হয়েছে। যতদিন এগোচ্ছে এই পাঠ্যক্রম বা শিক্ষানীতি নিয়ে আপত্তি বাড়ছে একাধিক শিক্ষা সংগঠনের। তারা এই নিয়ে বিরোধিতা পর্যন্ত করছে। কিন্তু কেন্দ্র যে সিদ্ধান্ত বদল করবে না, তা মোটামুটি স্পষ্ট।