NEET-AIQ-তে সংরক্ষণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পরীক্ষার্থীরা, শুনানি পিছল দিওয়ালির পর

NEET-AIQ-তে সংরক্ষণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পরীক্ষার্থীরা, শুনানি পিছল দিওয়ালির পর

 নয়াদিল্লি:  কেন্দ্রীয় সরকার নিট-এআইকিউ-তে ওবিসিদের জন্য ২৭ শতাংশ এবং ইকনমিক উইকার সেকশন বা ইএসডব্লিউ-দের জন্য ১০ শতাংশ সংরক্ষণের যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা৷ বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল৷ তবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতুবি রাখল শীর্ষ আদালত৷  

আরও পড়ুন- বম্বে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ, NEET UG-র ফলপ্রকাশ করতে পারবে NTA, সুপ্রিম নির্দেশ

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিক্রম নাথ এবং বিভি নাগারথনার বেঞ্চ ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতার একটি অনুরোধের ভিত্তিতে শুনানি স্থগিত রাখেন৷ এদিন তুষার মেহতা বলেন, ‘‘এই বিজ্ঞপ্তি রূপায়নের জন্য সিনিয়র অফিসারদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে৷ আমি অনুরোধ করব দিওয়ালি ছুটির পরে পুনরায় এই বিষয়টি নিয়ে যেন সওয়াল জবাব করা হয়৷’’ প্রসঙ্গত, এর আগে গত ২২ অক্টোবর নিট অল ইন্ডিয়া কোটায় অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য ৮ লক্ষ বার্ষিক আয়ের যে মানদণ্ড রেখেছি, তা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত৷ কেন্দ্রের কাছে জবাবও তলব করে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের প্রশ্ন ছিল- 
 

•    EWS নির্ধারণের মানদণ্ড ঠিক করার আগে কেন্দ্র কি কোনও অনুশীলন করেছিল? 
 

•     উত্তর যদি ইতিবাচক হয়, তবে সিনহো কমিশনের রিপোর্টের ভিত্তিতেই কি এই মানদণ্ড? তেমনটা হলে রেকর্ডের রিপোর্ট পেশ করা হোক৷  
 

•    OBC এবং EWS-এর স্তর নির্ধারণের জন্য আয়ের সীমা একই রাখা হয়েছে৷  অর্থাৎ বার্ষিক আয় ৮ লক্ষ টাকা। ওবিসি সম্প্রদায়ের মধ্যে সামাজিক অনগ্রসরতা কমে যাওয়ায় অর্থনৈতিকভাবে উন্নত শ্রেণীকে বাদ দেওয়া হয়। এই ধরনের পরিস্থিতিতে, EWS এবং OBC-এর জন্য অনুরূপ আয়ের সীমা প্রদান করা স্বেচ্ছাচারী হবে কি না, কারণ EWS-এর সামাজিক ও অর্থনৈতিক অনগ্রসরতার কোনও ধারণা নেই।
 

•     কিসের ভিত্তিতে সম্পদের ব্যতিক্রম এসেছে এবং এর জন্য কোনও অনুশীলন করা হয়েছে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =