CCMT কাউন্সেলিংয়ের জন্য শুরু হল অনলাইন রেজিস্ট্রেশন

CCMT কাউন্সেলিংয়ের জন্য শুরু হল অনলাইন রেজিস্ট্রেশন

নয়াদিল্লি:  ২০১৮, ২০১৯, এবং ২০২০ GATE পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে MTech, MArch, MPlan, MDes এবং অন্যান্য মাস্টার স্তরের সেন্ট্রালাইজজ কাউন্সেলিংয়ের জন্য শুরু হল অনলাইন রেজিস্ট্রেশন৷ যে সকল প্রার্থী এই কাউন্সেলিং প্রক্রিয়ায় উত্তীর্ণ হবেন, তাঁরা NITs, IIEST শিবপুর, IIITs এবং অন্যান্য সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পাবেন৷ 

অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ চলবে ১২ জুন পর্যন্ত৷ ছাত্রছাত্রীদের তাঁদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান এবং কোন কোর্স করতে চান, তা বেছে নিতে হবে৷ ৫ জুন থেকে ১২ জুনের মধ্যে এই নির্বাচন সেরে ফেলতে হবে৷ মেরিট এবং পছন্দের ভিত্তিতে ১৭ জুন আসন তালিকা প্রকাশ করা হবে৷ ওই দিন থেকে ২০ জুনের মধ্যে আসন গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে৷ এই বছর করোনা প্যানডেমিকের জেরে ডিজিটাল পদ্ধতিতেই নথিপত্র যাচাই করা হবে বলে জানানো হয়েছে৷ 

প্রার্থীরা সিট নেওয়ার পরই তাঁদের ডকুমেন্ট পরীক্ষা করে দেখা হবে৷ ২৮ জুন থেকে ৩০ জুনের মধ্যে প্রার্থীরা তাঁদের আসন বাতিল করতে পারবেন৷ তাঁদের পছন্দের ভিত্তিতে ৫ জুলাই দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে৷ সব মিলিয়ে তিন দফায় আসন বরাদ্দ করা হবে৷ এর পরেও কোনও আসন ফাঁকা পড়ে থাকলে ৪ অগাস্ট দুই দফায় বিশেষ কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে৷ এই বিশেষ রাউন্ডে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের নথি যাচাই করা হবে ২৪ অগাস্ট৷ 

গেট কাউন্সেলিং ফি কত?

গেট কাউন্সেলিংয়ের রেজিস্টেশন ফি ২,৫০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের জন্য ২০০০ টাকা)৷ সিট নেওয়ার জন্য দিতে হবে ৩০ হাজার টাকা (সংরক্ষিত ছাত্রছাত্রীদের জন্য ১০ হাজার টাকা)৷ বিশেষ দফার কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন ফি এক থাকলেও সিট নেওয়ার জন্য লাগবে ৪০ হাজার টাকা (সংরক্ষিত ছাত্রছাত্রীদের জন্য ১০ হাজার)৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 9 =