CBSE দশম শ্রেণির ফল প্রকাশেও কেলেঙ্কারি, সামাল দিল বোর্ড

নয়াদিল্লি: সদ্য প্রকাশিত হয়েছে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল৷ ভোটের উত্তাপ পিছনে ফেলে মাত্র পরীক্ষা শেষের ২৮ দিনের মাথায় গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে দ্বাদশের ফলাফল৷ প্রথম, দ্বিতীয়, তৃতীয়- সর্বত্র মেয়েদেরই জয়জয়কার৷ এবছর সাফল্যের নিরিখে ছাত্রদের ছাপিয়ে গিয়েছেন ছাত্রীরা৷ ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন হংসিকা শুক্ল ও করিশ্মা আরোরা৷ দ্বাদশের ফল

CBSE দশম শ্রেণির ফল প্রকাশেও কেলেঙ্কারি, সামাল দিল বোর্ড

নয়াদিল্লি: সদ্য প্রকাশিত হয়েছে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল৷ ভোটের উত্তাপ পিছনে ফেলে মাত্র পরীক্ষা শেষের ২৮ দিনের মাথায় গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে দ্বাদশের ফলাফল৷ প্রথম, দ্বিতীয়, তৃতীয়- সর্বত্র মেয়েদেরই জয়জয়কার৷ এবছর সাফল্যের নিরিখে ছাত্রদের ছাপিয়ে গিয়েছেন ছাত্রীরা৷ ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন হংসিকা শুক্ল ও করিশ্মা আরোরা৷ দ্বাদশের ফল প্রকাশের পর সোস্যাল মিডিয়াজুড়ে ছড়িয়ে পড়ে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটি ‘খবর’৷ আর তাতেই ছাড়ায় বিভ্রান্তি৷ পড়ুয়াদের মধ্যে বিভ্রান্তি কাটাতে অনশেষে পদক্ষেপ বোর্ডের৷

সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়, আজ প্রকাশিত হচ্ছে না দশম শ্রেণির ফলাফল৷ একটি ফেক নিউজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তাতে দাবি করা হয়, আজ নাকি রেজাল্ট বেরোবে৷ যেটি আদতে ভুঁয়ো খবর৷ পরে, বিজ্ঞপ্তি দিয়ে গোটা বিষয়টি বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eight =