সিলেবাসে বাদ ধর্ম নিরপেক্ষতা, নাগরিকত্ব, জাতীয়তাবাদ! প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

সিলেবাসে বাদ ধর্ম নিরপেক্ষতা, নাগরিকত্ব, জাতীয়তাবাদ! প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

কলকাতা: করোনার প্রভাব পড়েছে শিক্ষা ক্ষেত্রেও৷ ইতিমধ্যেই বাতিল হয়েছে একাধিক পরীক্ষা৷ কেন্দ্রের আর্জি রেখে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাস ৩০ শতাংশ কমিয়েছে সিবিএসই বোর্ড৷ কিন্তু, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিবিএসই বোর্ডের সিলেবাস থেকে বাদ পড়েছে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও নাগরিকত্ব৷ এরকম গুরুত্বপূর্ণ বিষয় কেন বাদ দেওয়া হল? কেন্দ্র সরকারের বিরুদ্ধে টুইটারে বিদ্রোহ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ জানিয়েছেন প্রতিবাদ৷

সিলেবাস কমানোর সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছে সিবিএসসি৷ ৩০ শতাংশ সিলেবাস কমানোর বিষয়ে প্রত্যেকটি স্কুলকে চিঠি ধরিয়েছে বোর্ডের তরফে জানানো হয়েছে, এখন থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, দেশের বিদেশ নীতি পড়ুয়াদের পাঠদান করানো হলেও এই সমস্ত বিষয় থেকে কোনরকম প্রশ্নপত্র আসবে না৷ 

সিবিএসই তরফে আজ পরিবর্তিত সিলেবাস আজ স্কুলে স্কুলে পাঠানো হয়েছে নির্দেশ৷ এসেছে বাংলায়৷ প্রতিটা স্কুলকে নতুন সিলেবাস পাঠিয়ে বেশ কয়েকটি বিষয় বাদ দেওয়া হয়েছে৷ আগেই ঘোষণা করা হয়েছি, করোনা পরিস্থিতি বিবেচনা করে ৩০% সিলেবাস কাটছাঁট করা হবে৷ কিন্তু তাতে তাৎপর্যপূর্ণ দেখা যাচ্ছে, একাদশ ও দ্বাদশে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, নাগরিকত্ব ও ভারতের বিদেশনীতি-সহ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাখা হয়েছে৷

জানানো হয়েছে, একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের বাদ পড়েছে স্থানীয় প্রশাসনের কাঠামো, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, নাগরিকত্ব৷ দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানে বাদ গিয়েছে বিদেশনীতি, সামাজিক আন্দোলন৷ কিন্তু সিলেবাসে এই বিষয়ে কাটছাঁট করা হলেও পড়ুয়াদের পড়াতে বলা হয়েছে৷ থিওরি পড়ানো হবে, কিন্তু সেখান থেকে কোনও রকম প্রশ্ন আসবে না বলেও জানানো হয়েছে৷ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বা স্থানীয় প্রশাসনিক কাঠামোর মতো বিষয়গুলি এবার সিবিএসসির রাষ্ট্রবিজ্ঞান থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে শুরু করেছে৷ হঠাৎ কেন এই বিষয়গুলি বাদ দেওয়া হল? কেন ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, স্থানীয় শাসন ও বিদেশনীতি পাদ পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ 

কেন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়া হল? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাগরিকত্ব, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছে৷ আমরা কেন্দ্রের এই সিদ্ধান্ত তীব্র প্রতিবাদ করছি৷ এই গুরুত্বপূর্ণ বিষয় কখনও বাদ দেওয়া যায় না৷ টুইট করে মোদি সরকারকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =