ফল প্রকাশে রেকর্ড গড়ল CBSE, এগিয়ে মেয়ারাই

নয়াদিল্লি: ভোটের উত্তাপকে পিছনে ফেলে দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করল সিবিএসসি বোর্ড৷ পরীক্ষা শেষের ২৮ দিনের মাথায় আজ সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করা হল। ছেলেদের পাশের হার ৭৯.৪০ শতাংশ ও মেয়েদের পাশের হার ৮৮.৭০ শতাংশ। যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন হংসিকা শুক্লা এবং করীশ্মা অরোরা। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯। দেশের মধ্যে

ফল প্রকাশে রেকর্ড গড়ল CBSE, এগিয়ে মেয়ারাই

নয়াদিল্লি: ভোটের উত্তাপকে পিছনে ফেলে দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করল সিবিএসসি বোর্ড৷ পরীক্ষা শেষের ২৮ দিনের মাথায় আজ সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করা হল। ছেলেদের পাশের হার ৭৯.৪০ শতাংশ ও মেয়েদের পাশের হার ৮৮.৭০ শতাংশ।

যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন হংসিকা শুক্লা এবং করীশ্মা অরোরা। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯। দেশের মধ্যে পাশের হারে সর্বোচ্চ ত্রিবেন্দ্রমে ৯৮.২ শতাংশ৷ চেন্নাইয়ে ৯২.৯৩ শতাংশ৷ দিল্লিতে ৯১.৮৭ শতাংশ৷

গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ এপ্রিল শেষ হয় সব শাখার পরীক্ষা। এত দ্রুত এর আগে কখনও ফলাফল প্রকাশিত হয়নি। এ বছর পরীক্ষায় বসেছিল ১৩ লাখ পরীক্ষার্থী। পরীক্ষার্থীরা ফল জানতে লগইন করতে পারে cbseresults.nic.in এবং cbse.nic.in ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − two =