CBSE-র ফল প্রকাশে ভুয়ো বিজ্ঞপ্তি, কোনও ঘোষণা হয়নি, ঘোষণা বোর্ডের

CBSE-র ফল প্রকাশে ভুয়ো বিজ্ঞপ্তি, কোনও ঘোষণা হয়নি, ঘোষণা বোর্ডের

 

নয়াদিল্লি: করোনা আবহে পরীক্ষা আগেই বাতিল বলে ঘোষণা হয়েছিল৷ কীভাবে বাতিল পরীক্ষার মূল্যায়ন করা হবে, তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছিল সিবিএসই৷  আর করোনা কালে দেশের লক্ষ-লক্ষ পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছড়িয়ে পড়ল ভুয়ো বিজ্ঞপ্তি৷ ভুয়ো বিজ্ঞপ্তির কোপ থেকে বাঁচতি পারেনি সংবাদ সংস্থা এএনআই৷ সিবিএসই দশম এবং দ্বাদশের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা নিয়ে নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে বিভ্রান্তি৷ আদৌ বোর্ডের তরফে কোনও ফল প্রকাশের ঘোষণা হয়নি বলে জানি দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন৷

সংবাদ সংস্থা এএনআই সহ দেশের প্রথম শ্রেণির সংবাদমাধ্যে জানানো হয়, সিবিএসই’র দশম শ্রেণির ফল প্রকাশ হবে ১৩ জুলাই ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হবে ১১ জুলাই৷ অনলাইনে ফলাফল দেখা যাবে৷ সিবিএসই নিজস্ব ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে বলেও করা হয় প্রচার৷