সময়ের আগেই CBSE -র দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা? জল্পনা তুঙ্গে

সময়ের আগেই CBSE -র দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা? জল্পনা তুঙ্গে

নয়াদিল্লি: নির্ধারিত সময়ের আগেই হতে পারে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষা৷ সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (নিট), জয়েন্ট এনট্রান্স (জেইই)-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি সঠিক সময়ে পরিচালনার উদ্দেশেই এগিয়ে যেতে পারে বোর্ড পরীক্ষার সময়৷ এমনই জল্পনা চলছে শিক্ষা মহলে৷ যদিও এই বিষয়ে সিবিএসই-র তরফে অনুষ্ঠানিকভাবে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি৷ 

আরও পড়ুন- একগুচ্ছ নিয়মের জালে কলেজ খোলার নির্দেশিকা UGC-র

করোনা আবহে চলতি বছর সময়ের চেয়ে অনেকটা পরে হয়েছে নিট ও জেইই৷ আগামী বছর সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে বিষয়ে আগাম চিন্তা ভাবনা শুরু করেছে বোর্ড৷ সূত্রের দাবি, ইতিমধ্যেই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিএসই৷ মনে করা হচ্ছে ২০২১ সালে নির্ধারিত সময়ের আগেই নেওয়া হবে পরীক্ষা৷ সেই মতো প্রার্থী তালিকা ও পরীক্ষার ফর্ম (এলওসি) তৈরি করা হচ্ছে৷ সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলগুলিও নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস শেষ করার চেষ্টা চালাচ্ছে৷ যাতে পরীক্ষার সময় এগিয়ে গেলেও পড়ুয়াদের কোনও সমস্যায় পড়তে না হয়৷ এর আগে বলা হয়েছিল পরীক্ষার সময় ৪৫ থেকে ৬০ দিন পিছিয়ে দেওয়া হবে৷ কিংবা সিলেবাস আরও কমানোর পথে হাঁটবে সিবিএসই বোর্ড৷ কারণ করোনা পরিস্থিতিতে গত মার্চ মাসে লকডাউন জারি হওয়া থেকেই বন্ধ রয়েছে স্কুল৷ অনলাইনে ক্লাস হলেও, তা ক্লাস রুমের পরিপূরক হয়ে উঠতে পারেনি৷ প্রসঙ্গত, জুলাই মাসে ৩০ শতাংশ সিলেবাস কমানো হয়েছিল৷ সিবিএসসি’র মতো সিলেবাস কমানোর পক্ষেই মত দিয়েছে বিভিন্ন রাজ্যের বোর্ডগুলি৷ ইতিমধ্যেই তেলেঙ্গানা ও গুজরাট ২০২১ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সিলেবাস ৩০ শতাংশ কমিয়ে দিয়েছে৷ 

আরও পড়ুন- আরও কতদিন বন্ধ থাকবে স্কুল? নবান্নে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, করোনা আবহে স্থগিত হয়ে গিয়েছে সেন্ট্রাল টিচার এবিলিটি টেস্ট (CTET)৷ এই পরীক্ষা হওয়ার কথা ছিল ৫ জুলাই৷ কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তা ৩১ জানুয়ারি, ২০২১ এ নেওয়ার কথা ঘোষাণা করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 9 =