লকডাউন উঠলেই দশম ও দ্বাদশের পরীক্ষা, ঘোষণা CBSE-র

লকডাউন উঠলেই দশম ও দ্বাদশের পরীক্ষা, ঘোষণা CBSE-র

নয়াদিল্লি: অবশেষে জল্পনার অবসান৷ সেন্টার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা বা নয়া পরীক্ষাসূচি নিয়ে যাবতীয় ধোঁয়াশা কাটাল বোর্ড৷  

অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে বোর্ডের তরফে জানানো হয়েছে, ১ লা এপ্রিল জারি সার্কুলার অনুযায়ী অবশিষ্ট ২৯টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে৷ cbse.nic.in ওয়েবসাইটে এই সম্পর্কে যাবতীয় তথ্য জানাতে পারবে পরীক্ষার্থীরা৷ লকডাউন ওঠার পরেই অগ্রাধিকারের ভিত্তিতে হবে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা৷ 

জানা গিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য অবশিষ্ট  ২৯টি বিষয়ের পরীক্ষাগুলোর মধ্যে যে বিষয়গুলো পরবর্তীতে ‘স্নাতক কোর্সে ভর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ সেগুলোর পরীক্ষা রীতিমতো জরুরি ভিত্তিতে নেওয়া হবে৷ তবে পরীক্ষার নির্ধারিত দিনের আগে কমপক্ষে ১০ দিন পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য সময় দেওয়া হবে৷ 

এর আগে এক বোর্ড আধিকারিক জানিয়েছিলেন যে, সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার খাতা মূল্যায়নে এক থেকে দেড় মাস সময় লাগবে৷ এদিন  জানানো হয় যে, এখনও পর্যন্ত সিবিএসই’র দশম ও দ্বাদশ বোর্ডের মাত্র ৩০ শতাংশ খাতা পরীক্ষা করা হয়েছে। তাই শিগগিরই এই পরীক্ষার ফলাফল বেরোনোর কোনও সম্ভাবনা নেই। কোভিড-১৯ পরিস্থিতিতে দেশজুড়ে  সংকটের আবহে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে৷

এই অস্পষ্টতা দূর করতে সিবিএসই স্কুলগুলির জন্য বেশকিছু নির্দেশিকা জারি করেছে বোর্ড- বলা হয়েছে, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির সকল পড়ুয়াকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে৷ কিছু সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলে নবম ও একাদশ শ্রেণির পরীক্ষা শেষ হলেও একাধিক স্কুলই পরীক্ষা শেষ করে উঠতে পারেনি৷ এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয়া বিদ্যালয়, রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের সিবিএসই স্কুল এবং ভারত ও ভারতের বাইরে থাকা একাধিক বেসরকারি স্কুল৷ এই সকল স্কুলের নবম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের প্রজোক্ট ওয়ার্ক, পিরিওডিক টেস্ট বা টার্ম টেস্টের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ 

দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সময়সূচি প্রসঙ্গ বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির নিরিখে এখনই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার দিন ঘোষণা করা সম্ভব নয়৷  ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হবে৷ একইসঙ্গে খতিয়ে দেখা হবে প্রবেশিকা পরীক্ষার বিষয়টিও৷ পরীক্ষা শুরু হওয়ার অন্তত ১০ দিন আগে সমস্ত পরীক্ষার্থীকে এ বিষয়ে সূচিত করা হবে৷ করোনা পরিস্থিতিতে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা মাঝপথেই বন্ধ করে দিতে হয়। এরপর, এপ্রিলের প্রথম সপ্তাহে বোর্ড ঘোষণা করে যে এখন দশম শ্রেণির বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে না। তবে দ্বাদশ শ্রেণির কেবলমাত্র প্রধান বা গুরুত্বপূর্ণ বিষয়গুলির পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে। আরও জানানো হয় যে, উত্তর পূর্ব দিল্লিতে সিএএ নিয়ে সহিংস পরিস্থিতির কারণে যে সব পরিক্ষার্থীরা সেই সময় বোর্ডের পরীক্ষা দিতে পারেনি তাঁদের আবার পরীক্ষার সুযোগ দেওয়া হবে৷  

এদিন সকালে সিবিএসসি’র সচিব  সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, দশম শ্রেণির যে পরীক্ষাগুলি বাকি আছে সেই পরীক্ষা আর নেওয়া হবে না৷ পরীক্ষা ছাড়াই সমস্ত পড়ুয়াদের উত্তীর্ণ করিয়ে দেওয়া হবে অভ্যন্তরীন মূল্যায়নের ভিত্তিতে৷ কিন্তু এই মন্তব্যে জল ঢেলে পরীক্ষা নেওয়ার কথা স্পষ্ট করল সিবিএসই বোর্ড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eight =