CBSE-ISC results: ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের সেরা বাংলার পড়ুয়া

কলকাতা: ভোটের উৎসবের ফানুস যখন মধ্যগগণে, ঠিক তখন দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করল আইসিএসই ও আইএসসি’র কর্তৃপক্ষ৷ মোট নম্বর থেকে মাত্র ১ নম্বর কম পেয়ে দেশের শীর্ষে নিজেদের নাম লেখান সিবিএসই দশম শ্রেণির ছয় পড়ুয়া৷ ১০০ শতাংশ নম্বর পেয়ে আইএসসিতে দেশে প্রথম হয়েছে কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের ছাত্র দেবাঙ্গ আগরওয়াল। আইসিএসইতে

CBSE-ISC results: ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের সেরা বাংলার পড়ুয়া

কলকাতা: ভোটের উৎসবের ফানুস যখন মধ্যগগণে, ঠিক তখন দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করল আইসিএসই ও আইএসসি’র কর্তৃপক্ষ৷ মোট নম্বর থেকে মাত্র ১ নম্বর কম পেয়ে দেশের শীর্ষে নিজেদের নাম লেখান সিবিএসই দশম শ্রেণির ছয় পড়ুয়া৷ ১০০ শতাংশ নম্বর পেয়ে আইএসসিতে দেশে প্রথম হয়েছে কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের ছাত্র দেবাঙ্গ আগরওয়াল। আইসিএসইতে দেশের মধ্যে দ্বিতীয় অন্বেষা চট্টোপাধ্যায়। অন্বেষা কলকাতার গার্ডেন হাইস্কুলের ছাত্রী। আইএসসিতে দ্বিতীয় খুশি দাস৷

CBSE-ISC results: ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের সেরা বাংলার পড়ুয়া
বাঁদিকে, দেশে প্রথম বাংলার পড়ুয়া দেবাঙ্গ আগরওয়াল৷ আইএসসিতে দ্বিতীয় খুশি দাস৷ আইসিএসইতে দেশের মধ্যে দ্বিতীয় অন্বেষা চট্টোপাধ্যায়৷

আইসিএসইতে দশম শ্রেণির ফলাফলে প্রথম স্থানের তালিকায় নাম রয়েছে পাঁচ ছাত্র ও এক ছাত্রীর নাম৷ ৪৯৯ পেয়ে সিদ্ধান্ত, দিভ্যাংশ, যোগেশ,অঙ্কুর, ভাতসাল ও মান্য প্রথম হয়েছে৷ এবছর ৯০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে ২,২৫,১৪৩ জন পরীক্ষার্থী৷ পাশাপাশি ৫৭২৫৬ জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর প্রায় ৯৫ শতাংশ৷ বেড়েছে পাশের হার৷ এবার মেয়েদের মধ্যে প্রথম হয়েছে ভাটিন্ডার মান্য ও আম্বালার দিভজোত কৌর জাগ্গি। প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ৷ এবার ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা৷ মেয়েদের পাশের হার ৯২.৪৫ শতাংশ৷ ছেলেদের পাশের হার ৯০.১৪ শতাংশ৷  রুপান্তরকামীদের পাশের হার ৯৪.৭৪ শতাংশ৷ প্রায় ১৬ লাখ পরীক্ষার্থী পাশ করেছে এবছর৷ আইএসসিতে দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৯৬.৫২ শতাংশ। আইসিএসই-তে দশম শ্রেণিতে দেশে প্রথম হয়েছে পঞ্জাবের জুহি কাজারিয়া। তার প্রাপ্ত নম্বর ৯৯.৬০ শতাংশ।

CBSE-ISC results: ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের সেরা বাংলার পড়ুয়া
দেশে প্রথম বাংলার পড়ুয়া দেবাঙ্গ আগরওয়াল৷

সিবিএসইর সফল পড়ুয়াদের ইতিমধ্যেই শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ যাবেদকরের৷ এবছর লোকসভা নির্বাচনের কারণে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল তাড়াতাড়ি প্রকাশ করার নির্দেশ দিয়েছিল দিল্লী হাইকোর্ট। আইএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি শুরু হয় এবং ২৫ মার্চ শেষ হয় এবং আইসিএসই পরীক্ষা ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৫ মার্চ।

CBSE-ISC results: ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের সেরা বাংলার পড়ুয়া
বাঁদিকে, দেশে প্রথম বাংলার পড়ুয়া দেবাঙ্গ আগরওয়াল৷ আইএসসিতে দ্বিতীয় খুশি দাস৷

ফেব্রুয়ারিতে দশম শ্রেণির পরীক্ষা হয়। ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। cbse.nic.in, cbseresults.nic.in and results.nic.in ওয়েবসাইটে ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে দশম শ্রেণির ফল জানতে গেলে, রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CBSE, তারপর স্পেস দিয়ে সাত সংখ্যার ইউনিক আইডি লিখে তা পাঠিয়ে দিতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে। একইভাবে ফলও জানা যাবে। শুধু মেসেজ লেখার জায়গায় ICSE না লিখে লিখতে হবে ISC। বাকিটা একই থাকবে। দশম শ্রেণির ICSE ও দ্বাদশ শ্রেণির ISC পরীক্ষার ফলাফল জানা যাবে results.cisce.org ও cisce.org এই সাইটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 1 =