কী ভাবে হবে দ্বাদশের মূল্যায়ন? সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল CBSE

কী ভাবে হবে দ্বাদশের মূল্যায়ন? সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল CBSE

কলকাতা:  করোনা পরিস্থিতিতে বাতিল হয়ে গিয়েছে ২০২১-এর দশম ও দ্বাদশের বোর্ড৷ কিন্তু ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে কী ভাবে, তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছিল৷ আজ সুপ্রিম কোর্টে দ্বাদশের মূল্যায়ন পদ্ধতি জানিয়ে দিল সিবিএসই৷ যেখানে বলা হয়েছে, দশম শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে ঠিক হবে সিবিএসই দ্বাদশের ফল৷ ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে৷ ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে৷ 

আরও পড়ুন- প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে, সচেতন ভূমিকা পারে রক্ষা করতে

বৃহস্পতিবার সিবিএসই-র তরফে  সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, ছাত্রছাত্রীরা দশম শ্রেণির যে পরীক্ষা দিয়েছিল সেই মার্কশিটের ভিত্তিতেই দ্বাদশের মার্কশিট তৈরি হবে৷ সেক্ষেত্রে ওয়েটেজ হবে ৩০ শতাংশ৷ পাশাপাশি একাদশ ও দ্বাদশ মিলে ৪০ শতাংশ ওয়েটজ হবে৷ অতএব দশম, একাদশ ও দ্বাদশ, এই তিন শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতেই দ্বাদশের মূল্যায়ন করা হবে৷ সেই সঙ্গে ইউনিট, টার্ম, প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলও নজরে থাকবে৷ ৩১ জুলাইয়ের মধ্যে হবে ফল প্রকাশ

মূল্যায়নের ক্ষেত্রে আইসিএসই ও আইএসই- একই পন্থা অবলম্বন করতে চলেছে বলে জানা যাচ্ছে৷ আজ সুপ্রিম কোর্টে সিবিএসই জানিয়েছে, দশম ও দ্বাদশের যে মার্কস দেওয়া হবে সেরা পাঁচটির মধ্যে সেরা তিনটি নম্বরের ভিত্তিতে৷ সেই সঙ্গে যুক্ত হবে ইউনিট, টার্ম, প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর৷ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানির সময় সিবিএসই-কে ২ সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত৷ কী পদ্ধতিতে মূল্যায়ন হবে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল৷ সেই নির্দেশ মেনেই আজ সুপ্রিম কোর্টে যায় সিবিআই৷

কী ভাবে মূল্যায়ন করা হবে তা নির্ধারণ করতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছিল সিবিএসই৷ সিবিএসই এর আগে জানিয়েছিল ছাত্রছাত্রীরা যে প্র্যাক্টিক্যাল পরীক্ষা দেবে তা যেন বাড়িতে বসে অনলাইনে হয়৷ ২৮ জুনের মধ্যে পরীক্ষার নম্বর জমা পড়তে হবে৷ তারই ভিত্তিতে তৈরি হবে মার্কশিট৷ এদিন বিস্তারিত ভাবে মূল্যায়ন পদ্ধতি জানিয় দিল সিবিএসই৷   

এদিকে করোনা পরিস্থিতি আমাদের রাজ্যেও বাতিল হয়ে গিয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক৷ কিন্তু কোন পদ্ধতিতে মূল্যায়ন হবে তা এখনও স্পষ্ট নয়৷ এক্ষেত্র সিবিএসই কী পদক্ষেপ করছে সে দিকে নজর রাখতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যেই দ্বাদশের মূল্যায়ন একই পদ্ধতিতে হবে কিনা, তা জানায় অপেক্ষায় পড়ুয়ারা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *