BREAKING: ফল প্রকাশের দিন ঘোষণা ICSE, CBSE-র, কীভাবে মূল্যায়ন?

BREAKING: ফল প্রকাশের দিন ঘোষণা ICSE, CBSE-র, কীভাবে মূল্যায়ন?

e25696c0479ac39cb5629d1d2b030e5d

 

নয়াদিল্লি: জুলাইয়ে সিবিএসই ও আইসিএসই’র দশম ও দ্বাদশের বাকি পরীক্ষা বাতিল বলে আগেই ঘোষণা করা হয়েছে৷ এবার পরীক্ষা বাতিল হতেই ফল প্রকাশের তোড়জোড় শুরু করল সিবিএসই ও আইসিএসই বোর্ড৷ আজ মামলার শুনানিতে বেশ কিছু নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ করোনা আবহে পরীক্ষা বাতিলের পক্ষে মত প্রকাশ করেছে শীর্ষ আদালত৷ এই বিষয়ে কেন্দ্রীয় ২ বোর্ডকে অবিলম্বে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট৷

আজ মামলার শুনানি সেখানে দ্রুত ফল প্রকাশের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়৷ পরীক্ষা বাতিল হলে কীভাবে হবে মূল্যায়ন? শুনানিতে সিবিএসই ও আইসিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, তিনটি বিষয়ে পরীক্ষার বেস্ট অফ অফ থ্রি গড় নম্বরের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে৷ বাকি বিষয়গুলির নম্বর আসবে বেস্ট অফ থ্রি গড়ের ভিত্তিতে৷  তিনটি বিষয়ে পরীক্ষা দিলে বেস্ট অফ টু গড়ে মিলবে নম্বর৷  বেস্ট অফ টু গড় মিলিয়ে বাকি বিষয়ে নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷