নয়াদিল্লি: ইঙ্গিত আগেই ছিল৷ ছিল আশঙ্কা৷ এবার করোনা পরিস্থিতি বিবেচনা করে এবছর সিবিএসই পরীক্ষা বাতিলের ঘোষণা করলেও দেশের শীর্ষ আদালত৷
দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্ট৷ যখন উপযুক্ত সময় হবে, করো না সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষা নেওয়া হবে বলেও জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে৷
করোনার জেরে স্থগিত রাখা হোক পরীক্ষা৷ এই মর্মে দায়ের হয়েছিল মামলা৷ আজ ছিল মামলার শুনানি৷ সেই শুনানিতে কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে সমস্ত পরীক্ষা স্থগিত রাখা হবে৷ দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখা হবে৷ আগামী ১ থেকে ১৫ জুলাই সমস্ত পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা নেওয়া যাবে না বলেও জানানো হয়েছে৷
CBSE decides to cancel 10th and 12th exams scheduled for July 1 to 15, Solicitor General Tushar Mehta informs Supreme Court. #COVID19 pic.twitter.com/5XjLQWtJpV
— ANI (@ANI) June 25, 2020
সিবিএসসি বোর্ডের তরফে সমস্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের জানানো হয়েছে৷ কেন্দ্রের মতামতে সম্মতি দিয়েছে আদালত৷ আজ মামলার শুনানিতে বোর্ডের তরফে পরীক্ষা বাতিলের পক্ষে সওয়াল করা হয়৷ জানানো হয়, করোনা পরিস্থিতি বিবেচনা করে এই মুহূর্তে পরীক্ষা নেওয়া যাবে না৷ তাতে সংক্রমণ ছড়াতে পারে৷ সুপ্রিম কোর্টে তরফেও মিলেছে সম্মতি৷ জানানো হয়েছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লি সরকার পরীক্ষা নিতে পারবে না৷ ইতিমধ্যেই আইসিএসই বোর্ড পরীক্ষা ঐচ্ছিক ঘোষণা করেছে৷এরপর সিবিসিইর সমস্ত পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা নতুন করে জল্পনা বাড়িয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে৷