নয়াদিল্লি: প্রযুক্তিগত কারণে ভেস্তে গেল সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণার পর্ব৷ আজ বিকেল পাঁচটা নাগাদ সিবিএসসি দশম শ্রেণির স্থগিত পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশের ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷
আজ দ্বিতীয় টুইট করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, “পড়ুয়ারা, আজ বিকেল পাঁচ টায় সিবিএসই বোর্ডের তরফে দশম ও দ্বাদশ শ্রেণির স্থগিত থাকা পরীক্ষার সূচি ঘোষণা হওয়ার কথা ছিল৷ কিন্তু,প্রযুক্তিগত কারণে তা আজ করা গেল না৷ আগামী সোমবার এই নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে৷ আজ পরীক্ষা সূচি প্রকাশ না হওয়ার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত৷’’ কবে, কোন পরীক্ষা নেওয়া হবে, তা জানতে নজর রাখুন আজ বিকেল ডট কমের পাতায়৷ অথবা সরাসরি সিবিএসই ওয়েবসাইটে নজর রাখতে পারবেন৷ পরীক্ষা সূচি ঘোষণা হলেই বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবে আজ বিকেল ডট কম৷
#CBSE is taking into consideration some additional technical aspects before finalizing the datesheets of the board exams of classses 10th and 12th, due to which, the datesheets will now be released by Monday i.e. 18-05-2020. Inconvenience caused is sincerely regretted.
— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 16, 2020