দশম ও দ্বাদশ শ্রেণির স্থগিত পরীক্ষার নয়া সূচি ঘোষণা, আজ বিকেলে মিলবে সুখবর!

দশম ও দ্বাদশ শ্রেণির স্থগিত পরীক্ষার নয়া সূচি ঘোষণা, আজ বিকেলে মিলবে সুখবর!

নয়াদিল্লি: অবশেষে জল্পনার অবসান৷ সেন্টার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম ও দ্বাদশ শ্রেণির স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নয়া সূচি নিয়ে যাবতীয় ধোঁয়াশা কাটাল বোর্ড৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথা রেখে দশম ও দ্বাদশ শ্রেণির স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন সূচি আজ প্রকাশিত হবে৷ আজ বিকেল ৫টায় নতুন পরীক্ষা সূচি ঘোষণা করবে সেন্টার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)৷ কবে, কোন পরীক্ষা নেওয়া হবে, তা জানতে নজর রাখুন আজ বিকেল ডট কমের পাতায়৷ অথবা সরাসরি সিবিএসই ওয়েবসাইটে নজর রাখতে পারবেন৷ পরীক্ষা সূচি ঘোষণা হলেই বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবে আজ বিকেল ডট কম৷  

এর আগে অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে বোর্ডের তরফে জানানো হয়েছে, ১ এপ্রিল জারি সার্কুলার অনুযায়ী অবশিষ্ট ২৯টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে৷ cbse.nic.in ওয়েবসাইটে এই সম্পর্কে যাবতীয় তথ্য জানাতে পারবে পরীক্ষার্থীরা৷ লকডাউন ওঠার পরেই অগ্রাধিকারের ভিত্তিতে হবে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা৷ গোটা দেশজুড়ে দ্বাদশ শ্রেণির সমস্ত বিষয়ে পরীক্ষা দেওয়া হলেও দশম শ্রেণির ক্ষেত্রে শুধুত্রা উত্তর-পূর্ব দিল্লিতে স্থগিত থাকা পরীক্ষা নেওয়া হবে৷ কেননা, আগেই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, করোনা পরিস্থিতি বিবেচনা করে দশমে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে গ্রেড দেওয়া হবে৷ দিল্লির হিংসার কারণে স্থগিত থাকা উত্তর-পূর্ব দিল্লিতে শুধুমাত্র পরীক্ষা নেওয়া হবে৷

সিবিএসই স্কুলগুলির জন্য বেশকিছু নির্দেশিকা আগেই জারি হয়েছিল৷ প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির সকল পড়ুয়াকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হয়৷ কিছু সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলে নবম ও একাদশ শ্রেণির পরীক্ষা শেষ হলেও একাধিক স্কুলই পরীক্ষা শেষ করে উঠতে পারেনি৷ এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয়া বিদ্যালয়, রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের সিবিএসই স্কুল এবং ভারত ও ভারতের বাইরে থাকা একাধিক বেসরকারি স্কুল৷ এই সকল স্কুলের নবম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের প্রজোক্ট ওয়ার্ক, পিরিওডিক টেস্ট বা টার্ম টেস্টের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশ দেওয়া হয়৷

সঠিক খবর পেতে নজর থাকুক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − two =