৩১ জুলাইয়ের মধ্যে ফল, পরীক্ষার হলে কবে? হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানাল CBSE

৩১ জুলাইয়ের মধ্যে ফল, পরীক্ষার হলে কবে? হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানাল CBSE

ec3274629cb25f1d369c14a6e8ab519c

নয়াদিল্লি:  করোনাকালে বাতিল হয়ে গিয়েছে ২০২১-এর দশম ও দ্বাদশ৷ কী ভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে, সে বিষয়ে আগেই জানানো হয়েছে৷ ফল প্রকাশ নিয়ে ছিল উদ্বেগ৷ জানা গিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে দ্বাদশের ফলাফল৷ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল সেন্টার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)৷ 

আরও পড়ুন- স্কুলের নম্বর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ওয়েবসাইট চালু করল পর্ষদ

ওই হলফনামায় সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কশিট নিয়ে পড়ুয়াদের কোনও আপত্তি থাকলে তা সুরাহা করতে একটি কমিটি গঠন করা হবে৷ ফল প্রকাশের পরেও যদি কোনও পড়ুয়া লিখিত পরীক্ষায় বসতে চায় তাহলে অনলাইনে আবেদন জানতে পারবে পড়ুয়ারা৷ সেক্ষেত্রে ১৫ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ 

প্রসঙ্গত, গত ১ জুন দ্বাদশ পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়৷ এর পরেই পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি জানতে চেয়ে সিবিএসই-কে ২ সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ এই উদ্দেশে গঠিত হয় ১২ সদ্যের একটি কমিটি৷ ওই কমিটি জানায়, দ্বাদশের মূল্যায়নের ক্ষেত্রে দশম থেকে দ্বাদশ পর্যন্ত প্রতিটি স্তরের নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে৷ দশম শ্রেণিতে ৩০ শতাংশ ওয়েটেজ৷ এক্ষেত্রে সেরা তিনতি বিষয়ের নম্বর গ্রহণ করা হবে৷ একাদশ থেকে ৪০ শতাংশ ওয়েটেজ এবং দেখা হবে দ্বাদশ শ্রেণির পারফরমেন্স৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *