নিজের জেলার স্কুল থেকে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা, সিদ্ধান্ত CBSE-র

নিজের জেলার স্কুল থেকে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা, সিদ্ধান্ত CBSE-র

নয়াদিল্লি:  নিজের নিজের জেলার স্কুল থেকেই বোর্ডের বাকি পরীক্ষাগুলি দিতে পারবে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। করোনা পরিস্থিতিতে অভিবাসীদের কথা মাথায় রেখেই এই অনুমতি দিল সিবিএসই বোর্ড।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন, যে পরিবারগুলি ভিন রাজ্য বা শহরে বসবাস করছিল বা রে সমস্ত ছাত্রছাত্রীরা ভিন রাজ্য বা শহরে হোস্টেলে থেকে পড়াশোনা করছিল লকডাউনের জেরে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ফলে সেই পরিবারগুলি ও আবাসিক ছাত্র ছাত্রীরা নিজেদের বাড়িতে ফিরে গেছে। তাদের সহায়তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোখরিয়াল বলেন, শিক্ষার্থীদের তাদের স্কুল এবং সিবিএসইকে তাদের পরীক্ষা দেওয়ার জন্য নিজেদের পছন্দের জেলা সম্পর্কে অবহিত করতে হবে এবং “সিবিএসই তাদের অনুরোধগুলির সামঞ্জস্য রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে৷”

এর আগেই সিবিএসই-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে করোনা নিয়ন্ত্রণে লকডাউনের কারণে মুলতুবি থাকা দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাগুলি  নেওয়া হবে ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে এবং শিক্ষার্থীরা অন্য স্কুলের পরীক্ষা কেন্দ্রের পরিবর্তে নিজস্ব স্কুল থেকেই পরীক্ষা দিতে পারব। তবে পরে সাম্প্রতিক পরিস্থিতিতে অভিবাসীদের নিজের রাজ্যে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করে তাদের স্থানীয় স্কুল থেকেই পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বলেন “আমি শুনেছি নৈনিতাল থেকে শিক্ষার্থীরা কেরল, তামিলনাড়ুতে নিজেদের বাড়িতে ফিরে গেছে। এমন আরও অনেকেই আছে। আমরা সেই সমস্ত শিক্ষার্থীদের সহযোগিতা করার যথাসাধ্য চেষ্টা করব৷”

এই মাসের শুরুর দিকে কোভিড -১ মহামারীজনিত অসুবিধা এড়াতে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স মেইন (জেই-মেইন)-এর দশ লক্ষাধিক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র বা শহর পরিবর্তন করার অনুমতি দিয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যাওয়া বা অভিবাসীদের ফিরে যাওয়ার কারণে যেসব শিক্ষার্থী  শহর থেকে অন্য শহরে চলে যেতে গেছে তাদের সহায়তা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =