প্রকাশিত হল CBSE দশম শ্রেণির ফলাফল, পাসের হার নয়া রেকর্ড

প্রকাশিত হল CBSE দশম শ্রেণির ফলাফল, পাসের হার নয়া রেকর্ড

নয়াদিল্লি:  প্রকাশিত হল সেন্টার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম শ্রণির বোর্ড পরীক্ষার ফলাফল৷ এদিন দুপুরে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখারিয়াল নিশাঙ্ক সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ঘোষণা করেন৷ তিনি টুইট করে বলেন, এই বছর বোর্ড পরীক্ষায় বসা ১৮.৮৯ লক্ষ ছাত্রছাত্রীর ফলাফল প্রকাশ করল সিবিএসই৷

ছাত্রছাত্রীরা cbse.nic.in বা cbseresults.nic.in এবং results.nic.in এ গিয়ে ফলাফল দেখতে পারবে৷ অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি রেজাল্ট দেখা যাবে  DigiLocker এবং Umang apps –এও৷  দিল্লির পড়ুয়ারা ২৪৩০০৬৯৯ (24300699) নম্বরে ডায়াল করেও রেজাল্ট জানতে পারবে৷ এসএমএস করতে টাইপ করতে হবে ‘CBSE10 (space) (roll number) (space) (admit card ID)’ এবং পাঠিয়ে দিতে হবে 7738299899 (৭৭৩৮২৯৯৮৯৯) নম্বরে৷  

করোনা সংক্রমণ আর লকডাউনের জেরে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার সব কটি বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ গত ২৫ জুন সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে বাকি থাকা পরীক্ষাগুলি বাতিল করে দেয় সিবিএসই৷ এই বছর সিবিএসই বোর্ডে পাসের হার ৯১.৪৬ শতাংশ৷ গত বছরের তুলনায় ০.৩৬ শতাংশ বেশি৷ গত বছর সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় পাসের হার ছিল ৯১.১০ শতাংশ৷ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন সিবিএসই-র চেয়ারম্যান মনোজ আহুজা৷ 

এই বছর একটি অনন্য উদ্যোগ নিয়েছে সিবিএসই বোর্ড৷ ছাত্রছাত্রীদের মানসিক অবস্থার দিকটি বিবেচনা করে মার্কশিট থেকে ‘‘Failed’ শব্দটির বদলে  ‘Essential Repeat’ শব্দটি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যদিও এর জন্য রেজাল্টের কোনও হেরফের হবে না বা অর্থও বদলে যাবে না৷ শুধুমাত্র  নেতিবাচক প্রভাব এড়াতেই শব্দটি পরিবর্তন করার সিদ্ধান্ত৷ গত ফেব্রুয়ারি মাসেই ‘ফেল’ শব্দটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড৷ এছাড়াও 'compartmental' শব্দের বদলে 'special' পরীক্ষা, 'second' পরীক্ষা, বা  'supplementary' পরীক্ষা কথাটি ব্যবহারের কথাও বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 2 =