বাতিল হচ্ছে দশম শ্রেণির পরীক্ষা? জল্পনা ওড়াল CBSE

বাতিল হচ্ছে দশম শ্রেণির পরীক্ষা? জল্পনা ওড়াল CBSE

 

নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে মারণ করোনা৷ লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ মৃত্যুর সংখ্যাও বেশ উদ্বেগজনক৷ করোনা পরিস্থিতির জেরে সংকটে জীবন ও জীবিকা৷ বর্তমান এই পরিস্থিতির কথা মাথায় রেখে দশম শ্রেণির পরীক্ষা বাতিল করার ঘোষণা করেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সচিব অনুরাগ ত্রিপাঠি৷ কিন্তু, সচিবের মন্তব্য উড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে বোর্ড৷

বোর্ড সচিব সংবাদ মাধ্যমে জানান, অভ্যন্তরীণ মূল্যায়নের পরিপ্রেক্ষিতে দেওয়া হবে দশম শ্রেণির পড়ুয়াদের গ্রেট দেওয়া হবে৷ পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা নেওয়া হবে৷ সিবিএসসি’র সচিব আজ সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দশম শ্রেণির যে পরীক্ষাগুলি বাকি আছে সেই পরীক্ষা আর নেওয়া হবে না৷ পরীক্ষা ছাড়াই সমস্ত পড়ুয়াদের উত্তীর্ণ করিয়ে দেওয়া হবে অভ্যন্তরীন মূল্যায়নের ভিত্তিতে৷ স্থগিত রয়েছে দ্বাদশ শ্রেণির ১২টি পরীক্ষা৷ সেগুলি পরে নেওয়া হবে৷ উত্তর পূর্ব দিল্লিতে অশান্তির কারণে যে পরীক্ষা নেওয়া যায়নি, সেই সমস্ত জায়গায় পরীক্ষাগুলি নেওয়া হবে৷

উত্তর-পূর্ব দিল্লি বাদে দেশজুড়ে দশম শ্রেণির আর কোন পরীক্ষা নেওয়া হবে না৷ যদিও দ্বাদশে এখনও ১২টি পরীক্ষা বাকি৷ সেই পরীক্ষাগুলি অবশ্যই নেওয়া হবে বলে জানিয়েছেন সচিব৷ কিন্তু কবে হবে পরীক্ষা? সেটা এখনও বলা হয়নি৷ পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বাদশ শ্রেণির পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে৷ পরীক্ষা নেওয়া থেকে শুরু করে ফল প্রকাশ, কমপক্ষে আড়াই মাস সময় লেগে যেতে পারে জানিয়েছেন সিবিএসসি সচিব অনুরাগ ত্রিপাঠি৷

এরপর টুইট করে সিবিএসই-র তরফে জানানো হয়, ফের জানানো হচ্ছে, দশম ও দ্বাদশ শ্রেণির যে ২৯টি বিষয়ের পরীক্ষা স্থগিত রয়েছে, সেই পরীক্ষাগুলি কবে নেওয়া হবে তা পরে জানিয়ে দেওয়া হবে৷ অর্থাৎ কোনও ভাবেই পরীক্ষা বাতিল হচ্ছে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *