নয়াদিল্লি: আজ প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণীর ফল। পরীক্ষায় পাশের হার ৯৯.০৪ শতাংশ, যা গত বছরের তুলনায় বেড়েছে অনেকটাই। জানা গিয়েছে, এ বছরের মেয়েদের পাশের হার ৯৯.২৪ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৯.৮৯ শতাংশ। উল্লেখযোগ্যভাবে রূপান্তরকামী পড়ুয়ারা ১০০ শতাংশ পাশ করেছে। তবে এর পাশাপাশি জানা গিয়েছে যে কমপক্ষে ১৬ হাজার পড়ুয়ার রেজাল্ট আটকে রয়েছে। যদিও এবার রেজাল্টে অকৃতকার্য লেখা হয়নি, দেখা হয়েছে ‘পুনরায় পরীক্ষা অপরিহার্য’ কথাটি।
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লক্ষ ১৩ হাজার ৭৬৭। এর মধ্যে আজ ২০ লক্ষ ৯৭ হাজার ১২৮ জন পরীক্ষার্থীর ফল প্রকাশ করেছে সিবিএসই। ১৬ হাজার ৬৩৯ জন পরীক্ষার্থীর মূল্যায়ন এখনও আটকে রয়েছে। তবে সেগুলি কবে প্রকাশ করা হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি বোর্ডের তরফে। প্রসঙ্গত, করোনা ভাইরাস পরিস্থিতির জন্য এবার পরীক্ষাই হয়নি। তাই ইউনিট টেস্ট এবং আগের বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৮০ শতাংশ এবং প্র্যাক্টিক্যাল ও প্রজেক্টের ২০ শতাংশ মিলিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে। পরীক্ষার ফল জানা যাবে cbseresults.nic.in এবং cbse.gov.in.ওয়েবসাইটে। এ ছাড়াও digilocker.gov.in, UMANG app, DigiLocker app এবং IVRS-তে গিয়েও নিজেদের নম্বর জানতে পারবে পড়ুয়ারা।
আরও পড়ুন- ‘নাটক ধরা পড়ে গিয়েছে, মুখরক্ষার ব্যর্থ চেষ্টা’, বাবুলের সিদ্ধান্তে ফের খোঁচা কুণালের
সম্প্রতি ফল প্রকাশ হয়েছিল সিবিএসি দ্বাদশ শ্রেণীর। ৯৯.৩৭ শতাংশ পড়ুয়া পাস করেছে দ্বাদশ শ্রেণীতে। তাদের মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৬৭ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৯৯.১৩ শতাংশ। এদিকে ১০০ শতাংশ পাশ করেছে রূপান্তরকামী পড়ুয়ারা। অন্য পরীক্ষার মতো এই বোর্ডের তরফ থেকেও আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, পরীক্ষার ফলে অসন্তুষ্ট হলে পরীক্ষার্থী আলাদাভাবে লিখিত পরীক্ষায় বসতে পারবে।