জাতীয় পুরস্কার পাচ্ছেন ক্যান্সার আক্রান্ত বাংলার শিক্ষক

বর্ধমান: আবেদন জমা পড়েছিল প্রচুর৷ কিন্তু সেখান থেকে বাছাই পর্বের পর অবশেষে রাজ্যের একমাত্র জাতীয় পুরস্কার উঠতে চলেছে ক্যান্সার আক্রান্ত বর্ধমানের কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে৷ বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কার পেতে চলেছেন শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত৷ শিক্ষক দিবসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে জাতীয় পুরস্কার নিতে চলেছেন তিনি৷ ইতিমধ্যেই দিল্লি

60744447f0adbd2044e12f426fdb0fca

জাতীয় পুরস্কার পাচ্ছেন ক্যান্সার আক্রান্ত বাংলার শিক্ষক

বর্ধমান: আবেদন জমা পড়েছিল প্রচুর৷ কিন্তু সেখান থেকে বাছাই পর্বের পর অবশেষে রাজ্যের একমাত্র জাতীয় পুরস্কার উঠতে চলেছে ক্যান্সার আক্রান্ত বর্ধমানের কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে৷ বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কার পেতে চলেছেন শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত৷ শিক্ষক দিবসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে জাতীয় পুরস্কার নিতে চলেছেন তিনি৷ ইতিমধ্যেই দিল্লি থেকে পেয়েছেন সেই আমন্ত্রণ পত্র৷

জানা গিয়েছে, ওই স্কুলের প্রধান শিক্ষক ক্যান্সারে আক্রান্ত৷ গত বছরই তাঁর অস্ত্রোপচার করানো হয়৷ কেমোথেরাপি এখনও চলছে৷ শরীরে ক্যান্সার বাসা বাঁধায় লিখতে অসুবিধা হয় তাঁর৷ ডান হাতের বুড়ো আঙুলটাও অসাড়৷ কিন্তু সেই মারণ ক্যান্সারকে হেলায় হারিয়ে শিক্ষার কাজে মগ্ন বর্ধমানের শিক্ষক৷ অসুস্থতাকে উড়িয়ে একের পর এক গবেষণা পত্র লিখে চলেছেন তিনি৷ এখনও পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অন্তত ৩৫টি জার্নাল প্রকাশিত হয়েছে তাঁর নামে৷

এসেছে একাধিক স্বীকৃতি৷ ২০১৪ সালে নির্মল বিদ্যালয় পুরস্কার, ২০১৫ সালে শিশু মিত্র বিদ্যালয়ের পুরস্কার, ২০১৭ সালে বেস্ট ইনোভেটিভ স্কুলের পুরস্কার পেয়েছেন৷ ১৯৯৬ সালে কাঁকসার অযোধ্যা উচ্চ বিদ্যালয় প্রথম শিক্ষকতার কাজে যোগ দেন তিনি৷ এরপর ২০১৭ থেকে বর্ধমানের এই স্কুলে শিক্ষকতা করতে আসন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *