দেশে দ্বিতীয় কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশে দ্বিতীয় কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

 

কলকাতা: ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে সাফল্যের পালক৷ অ্যাকাডেমিক ব়্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস (এআরডব্লিউইউ)-এর ২০২১ সালের প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ জেএনইউ-এইমস-কে পিছনে ফেলে দ্বিতীয় সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়৷  প্রথম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- পুজোর পর স্কুল খোলার ইঙ্গিত, পরিকাঠামো সংস্কারে সমীক্ষার কাজ শুরু

এআরডব্লিউইউ-এর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, চতুর্থ স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, পঞ্চম স্থানে রয়েছে আইইটি খড়গপুর৷ ষষ্ঠ স্থানে রয়েযছে আইআইটি মাদ্রাজ, সপ্তম স্থানটি দখল করেছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, অষ্টম স্থানে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়, নবম স্থানে হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এবং দশম স্থানে জায়গা পেয়েছে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি।

প্রসঙ্গত ফি বছরই বিশ্বের কমপক্ষে ১০০০টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উপর সমীক্ষা চালায় এআরডব্লিউইউ৷ তাদের তালিকাতেই দেশে দ্বিতীয় সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়৷ অন্যদিকে, বিশ্বের নিরিখে প্রথম স্থানে রয়েছে হার্ভাড বিশ্ববিদ্যালয়৷ দ্বিতীয় স্থান দখল করেছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন- মঙ্গল থেকে রাজ্যে শুরু স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ, উৎসাহিত পড়ুয়ারা

এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়ে টুইট করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটে লেখেন, “অ্যাকাডেমিক ব়্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস বাংলার সরকারকে জানিয়েছে তাদের বিচারে সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় কলকাতা বিশ্ববিদ্যালয়। সমস্ত অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের শুভেচ্ছা জানাই।”
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *