কলকাতা: করোনা কাল কেটে গিয়েছে, তাই ফের আগের মতোই স্কুলে পুরো ফি দিতে হবে! কলকাতা হাইকোর্ট আজ এক মামলায় এমন নির্দেশ দিয়েছে। স্কুলের ফি নিয়ে মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে আজ জানিয়েছে, ৮০ শতাংশ নয়, বেসরকারি স্কুলে দিতে হবে পুরো ফি। এমনকি করোনা আবহের বকেয়া স্কুল ফি-র ৫০ শতাংশও দিতে হবে। আগামীই ২৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন- ১২ ঘণ্টা আগেই মেট্রোর টিকিট বুকিং! কীভাবে সম্ভব
আসলে করোনা ভাইরাস পরিস্থিতির জন্য দীর্ঘ সময় বন্ধ ছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু অভিভাবকদের অভিযোগ ছিল, স্কুল বন্ধ থাকলেও অন্যান্য ফি নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই সময়ে ওই মামলায় আদালত নির্দেশ দিয়েছিল যে, স্কুলগুলি ৮০ শতাংশ টিউশন ফি নিতে পারবে। কিন্তু এখন রাজ্যে সরকারের নির্দেশ আসার পর সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে গিয়েছে। তাই এই মামলাটি আবার আদালতে ওঠে। তার প্রেক্ষিতেই আগের নির্দেশ আর বহাল রাখল না কোর্ট। নয়া নির্দেশ দেওয়া হয়েছে ফি নিয়ে। তবে এও উল্লেখ করা হয়েছে, বকেয়া না দিতে পারলে ২৫ মার্চ পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনও রকম কঠোর পদক্ষেপ নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। আবার আগের নির্দেশের মতই স্পষ্ট করে দেওয়া হয়েছে, বেতন নিয়ে সমস্যা থাকলেও কোনও পড়ুয়াকে স্কুল থেকে টিসি দেওয়া যাবে না। একই সঙ্গে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে সকলকেই।
উল্লেখ্য, গত বুধবার থেকেই রাজ্যে সব প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল খুলে গিয়েছে। ২০২০ সালের ১৬ মার্চ শেষ স্কুল হয়৷ এর পর করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লাগু হয় লকডাউন৷ বন্ধ হয়ে যায় স্কুল। ২০২১-এর ১২ ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করে রাজ্য সরকার৷ কিন্তু কিছুদিনের মধ্যেই দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কা বন্ধ হয়ে যায়৷ সেই সময়ে গ্রীষ্মের ছুটি ঘোষণা করে দেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে রাজ্যে কোভিড সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই আর দেরী না করে খুলে দেওয়া হয়েছে স্কুল৷