নতুন জাতীয় শিক্ষানীতিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

নতুন জাতীয় শিক্ষানীতিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

 

নয়াদিল্লি: বদলে যাচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা৷ অবশেষে দেশে নতুন শিক্ষানীতি চালুর ঘোষণা করল কেন্দ্র৷ কেন্দ্রীয় মানব উন্নয়ন সম্পদ মন্ত্রক তুলে দিয়ে শিক্ষা মন্ত্রক ফিরিয়ে আনা হয়েছে৷ প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বেশ কিছু সুপারিশে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷

আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফের জাতীয় নতুন শিক্ষানীতি ঘোষণা করে জানানো হয়েছে, ২০২৫ সালের মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করবে সরকার৷ নতুন শিক্ষানীতিতে সকলের জন্য শিক্ষার অধিকার থাকবে৷।  বাংলা-সহ ৮টি ভাষায় ই-লার্নিং কোর্স চালু করা হবে বলেও ঘোষণা করা হয়েছে৷ একইসঙ্গে প্রথাগত শিক্ষার ক্ষেত্রেও বেশকিছু বদল ঘোষণা করেছে কেন্দ্র৷ ২০৩৫ সালের মাধ্যে উচ্চ শিক্ষার বিস্তার ৫০% বাড়ানোর ঘোষণা করা হয়েছে৷

স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষার বিষয়ে একগুচ্ছ বদল আনা হয়েছে৷সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অনলাইন শিক্ষায়৷ কোথায় কী কী পরিবর্তন আনা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য পাঠকদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে পরবর্তী প্রতিবেদনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *